Big Bumper, ৫০ হাজার নয় এবার ৪০ হাজার ছুঁই ছুঁই সোনার দাম, দারুণ সস্তা হচ্ছে রুপো


ফের ভারতীয় বাজারে একধাক্কায় দাম কমল সোনার। বিশ্ব বাজারে দুর্বল প্রবণতার রেশ পড়ল এবার ভারতে। সপ্তাহের শেষেই মধ্যবিত্তের সোনায় সোহাগা। সাধারণ মুখে হাসি ফুটিয়ে হোলির আগেই আরও সস্তা হল সোনার দাম। ৫০ হাজার নয়, বরং ৪০ হাজার ছুঁই ছুঁই সোনার দাম। দোল উৎসবের আর্কষণীয় অফারও শুরু হয়েছে গয়নার দোকানগুলিতে। বাম্পার অফার নিতে দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তের । আজ কোথায় ঠেকল সোনার দাম। জেনে নিন আজকের দর।
 

Riya Das | Published : Mar 26, 2021 5:05 PM
17
Big Bumper, ৫০ হাজার নয় এবার ৪০ হাজার ছুঁই ছুঁই সোনার দাম, দারুণ সস্তা হচ্ছে রুপো

সপ্তাহের শুরুতে একধাক্কায় দাম কমল সোনার। হোলির আগেই মধ্যবিত্তের সোনায় সোহাগা। সাধারণ মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। 

27


৫০ হাজার নয়, বরং ৪০ হাজার ছুঁই ছুঁই সোনার দাম। হোলির আগেই একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন। 

37

দোল উৎসবের আর্কষণীয় অফারও শুরু হয়েছে গয়নার দোকানগুলিতে। বাম্পার অফার নিতে দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তের । 

47

এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.২৩ শতাংশ কমেছে।  ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৩,৯১০ টাকা।

57

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৪,৯১০ টাকা।

67

একধাক্কায় অনেকটাই নিচে নেমেছে সোনার দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রূপোর দর। 

77


রূপোর দামও একধাক্কায়  অনেকটাই কমেছে। ১ কেজি রুপোর আজকের দাম ৬৪,৮৪০ টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos