গত তিন মাস ধরেই একটানা দাম বেড়েছে রান্নার গ্যাসের। জুন-জুলাই মাসে রান্নার গ্যাসের দাম বাড়লেও আগস্ট মাসে কিছুটা কমবে বলে আঁচ করেছিল মধ্যবিত্ত। কিন্তু দাম কমার পরিবর্তে আগস্টের শুরুতেই ফের উর্ধ্বমুখী হয়েছিল রান্নার গ্যাস। এবার সেপ্টেম্বরে কী হতে চলেছে সেদিকেই তাকিয়ে মধ্যবিত্ত।