পুজো প্রায় দোরগোড়ায় চলেই এসেছে। যদিও করোনা আবহে এবারের পুজোর রং খানিকটা হলেও ফিকে। তবে করোনার মধ্যে এবং পুজোর আগেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সমস্ত সরকারি কর্মচারীদের জন্য স্পেশ্যাল ফেস্টিভ্যাল অ্যাডভান্স ঘোষণা করল নরেন্দ্র মোদী। উৎসবের মুখে অগ্রিম ভাতার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রকল্পের আওতায় সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এককালীন ১০,০০০ টাকা করে দেওয়া হবে। আর কী কী সুযোগ সুবিধা মিলবে সরকারি কর্মচারীদের, দেখে নিন একঝলকে।