বাজেট পেশ এর আগেই এক ধাক্কায় অনেকটা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। প্রতিনিয়ত এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। করোনা পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই অগ্নিমূল্য বাজার দর থেকে সর্বত্র। যার জেরে টালমাটাল পরিস্থিতে সংসার সামলানে নাজেহাল হচ্ছেন মধ্যবিত্তরা। গতমাস পর্যন্ত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। এই মাসের শুরুতেই সেই দাম আরও ২৫ টাকা বৃদ্ধি পেয়ে সেই দাম দাঁড়িয়েছে ৭৪৫ টাকা ৫০ পয়সা। এর উপর আবারও সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বৃদ্ধি পেল রান্না গ্যাসের দাম।