মধ্যবিত্তের মাথায় হাত, আবারও দাম বেড়ে আকাশ ছোঁয়া হল রান্নার গ্যাসের দাম

বাজেট পেশ এর আগেই এক ধাক্কায় অনেকটা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। প্রতিনিয়ত এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। করোনা পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই অগ্নিমূল্য বাজার দর থেকে সর্বত্র। যার জেরে টালমাটাল পরিস্থিতে সংসার সামলানে নাজেহাল হচ্ছেন মধ্যবিত্তরা। গতমাস পর্যন্ত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। এই মাসের শুরুতেই সেই দাম আরও ২৫ টাকা বৃদ্ধি পেয়ে সেই দাম দাঁড়িয়েছে ৭৪৫ টাকা ৫০ পয়সা। এর উপর আবারও সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বৃদ্ধি পেল রান্না গ্যাসের দাম।

Deblina Dey | Published : Feb 15, 2021 4:27 PM
17
মধ্যবিত্তের মাথায় হাত, আবারও দাম বেড়ে আকাশ ছোঁয়া হল রান্নার গ্যাসের দাম

ফেব্রুয়ারি মাসের শুরুতেই ২৫ টাকা বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের দাম। আবারও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো ৭৯৫ টাকা ৫০ পয়সা। 

27

চলতি মাসে দুই দফায় গ্যাসের দাম ৭৫ টাকা বৃদ্ধি পেল। এমন মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল পরিস্থিতি মধ্যবিত্তের। 

37

গত বছরের ডিসেম্বর থেকেই ধাপে ধারে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। গত বছরের শেষের দিকে গ্যাসের দাম ১০০ টাকা বেড়েছে। 

47

এই ভাবেই ধাপে ধাপে রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি তুলে নিতে চাইছে কেন্দ্র, মত বিরোধীদের একাংশের।

57

একেই করোনা পরিস্থিতিতে হাতে টান মধ্যবিত্তের। তার উপর বেতনের কাঁটছাট, কোথাও খোয়া গিয়েছে চাকরি। এমন পরিস্থিতিতে অন্ন জোগাতে হিমশিম পরিস্থিতি মধ্যবিত্তের। 

67

রান্নার গ্যাসের এই মূল্য বৃদ্ধির বিষয়ে ইন্ডিয়ান অয়েলের মার্কেটিং ডিরেক্টর গুরমিত সিং বলেছেন,'বাজারের উপর নির্ভর করে সবটা, আমাদের হাতে কিছু নেই'। 

77

এদিকে আকাশ ছোঁয়া রান্নার গ্যাসের দামে কতটা ভর্তুকি পাবে মধ্যবিত্ত, সেই বিষয়ে এখনও মুখ খোলেনি কেন্দ্র।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos