মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল। যত সময় বাড়ছিল ততই যেন সোনার দর বাড়ছিল। একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় কমেছে সোনার দাম। ৬০ হাজারের গন্ডি ছুঁই ছুঁই থেকে প্রায় ৫০ হাজারের মধ্যে চলে এসেছে সোনার দাম। গত এক সপ্তাহের তুলনায় আজও অনেকটাই পতন হয়েছে সোনার দামে, পাশাপাশি রূপোর দরও খানিকটা কমের দিকেই রয়েছে। এবং আগামী দিনেও সোনার দাম কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কি এটাই সোনা কিনে রাখার মোক্ষম সময়, কী বলছে বাজারের হাল হকিকত।