Big Bumper, একধাক্কায় ৫০ হাজারের অনেকটাই নিচে নামল সোনা, হু হু করে কমছে রূপোর দামও

Published : Mar 06, 2021, 12:21 PM IST

মধ্যবিত্তের সোনায় সোহাগা। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন। একধাক্কায় ৫০ হাজারের অনেকটাই নিচে নেমেছে সোনার দাম। অন্যদিকে রূপোর দামও সস্তা হয়েছে কেজি প্রতি। গত ১০ দিন ধরেই একলাফে কমছে সোনা ও রূপোর দাম। জেনে নিন আজকের দর।  

PREV
17
Big Bumper, একধাক্কায় ৫০ হাজারের অনেকটাই নিচে নামল সোনা, হু হু করে কমছে রূপোর দামও


একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল। 

27

একধাক্কায় ৫০ হাজারের অনেকটাই নিচে নেমেছে সোনার দাম। অন্যদিকে রূপোর দামও সস্তা হয়েছে কেজি প্রতি। গত ১০ দিন ধরেই একলাফে কমছে সোনা ও রূপোর দাম। 

37

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার।  অগ্নিমূল্য বাজারে সোনার দামে বড় চমক। 

47

তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও নিচের দিকে।

57


২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৩,৮১০ টাকা।

67

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬, ৫১০ টাকা। 

77

রূপোর দামও একধাক্কায়  অনেকটাই কমেছে। ১ কেজি রুপোর আজকের দাম ৬৫,৭০০ টাকা।
 

click me!

Recommended Stories