এই নিয়মে গ্যাস বুক করলে পাবেন ৫০ টাকা ছাড়, IOC জানাল সেরা উপায়


এলপিজির (LPG) দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। এই বছর এখন পর্যন্ত, এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম প্রায় চারগুণ বেড়েছে। মোট সিলিন্ডার প্রতি বৃদ্ধি পেয়েছে ১২৫ টাকা। রান্নার গ্যাসের ভর্তুকি প্রায় নেই বললেই চলে। ভর্তুকি ছাড়াই এলপিজি সিলিন্ডার এখন ৮৪৫.৫০ টাকায় হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে যদি আপনি  এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় সমস্যায় পড়ে থাকেন তবে আপনার জন্য একটি স্বস্তির খবর রয়েছে। ইন্ডিয়ান অয়েল (IOC)তার টুইটার হ্যান্ডেল থেকে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য ৫০ টাকা পর্যন্ত ছাড়ের কথা জানিয়েছে।  

deblina dey | Published : Mar 6, 2021 6:25 AM IST

17
এই নিয়মে গ্যাস বুক করলে পাবেন ৫০ টাকা ছাড়, IOC জানাল সেরা উপায়

এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে কেবল গ্যাস বুকিং-এর পদ্ধতিতে আনতে হবে বদল। তবে গ্যাস বুকিং এর ক্ষেত্রে পাবেন ৫০ টাকা পর্যন্ত ছাড়।

27

ইন্ডিয়ান অয়েল (IOC)-র মতে আপনি যদি ইন্ডিয়ান অয়েলের এলপিজি সিলিন্ডার অর্থাৎ ইন্ডেন (Indane Gas) বুক করেন তবে আপনি এতে ফ্ল্যাট ৫০ টাকার সুবিধা পেতে পারেন। 

 

37

এর জন্য, শুধুমাত্র এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) বুকিং এবং পেমেন্ট বুকিং অ্যামাজন পে (Amazon Pay) দ্বারা করতে হবে।  এটি করে আপনি ৫০ টাকার ক্যাশব্যাক পাবেন।

47

বুকিং এর জন্য আপনাকে  অ্যামাজন (Amazon Pay) অ্যাপের পেমেন্ট (Payment) অপশনে যেতে হবে। এর পরে, আপনার গ্যাস সার্ভিস প্রোভাইডার অপশন সিলেক্ট করতে হবে।

57

এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বর বা এলপিজি নম্বরটি এখানে দিতে হবে। আপনাকে অ্যামাজন পে (Amazon Pay) দিয়ে পেমেন্ট করতে হবে। 

67

অ্যামাজন পে (Amazon Pay) থেকে গ্যাস বুকিং এর ক্ষেত্রে এই সুবিধা ১ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে সিলিন্ডারটি বুক করলে তবেই পাবেন । 

77


এই অফারটি কেবল মাত্র প্রথমবারের অ্যামাজন পে ইউপিআইয়ের মাধ্যমে গ্যাস বুকিং এর ক্ষেত্রেই পাওয়া যাবে। পেমেন্টের তিন দিনের মধ্যে আপনার অ্যামাজন পে ওয়ালেটে ৫০ টাকার ক্যাশব্যাক আসবে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos