সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এখন আবার ছবিটাই পুরো উল্টো। সোনার দাম সর্বকালীন উচ্চতার তুলনায় এখন প্রায় ১২ শতাংশের নীচে। যার ফলে সোনার কেনারও চাহিদা বেড়েছে। ফের দাম কমল সোনার, পাশাপাশি রুপোর দামেও অনেকটাই পতন। দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।