BIG NEWS, সোনা কেনার এটাই সুবর্ণ সুযোগ, হু হু করে দর কমছে, মধ্যবিত্তের ভিড় বাড়ছে দোকানে

Published : Sep 07, 2021, 02:50 PM IST

সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এখন আবার ছবিটাই পুরো উল্টো। সোনার দাম সর্বকালীন  উচ্চতার তুলনায় এখন প্রায় ১২ শতাংশের নীচে। যার ফলে সোনার কেনারও চাহিদা বেড়েছে। ফের দাম কমল সোনার, পাশাপাশি রুপোর দামেও অনেকটাই পতন। দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

PREV
19
BIG NEWS, সোনা কেনার এটাই সুবর্ণ সুযোগ, হু হু করে দর কমছে, মধ্যবিত্তের ভিড় বাড়ছে দোকানে

ফের সোনার দামে পতন। গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমল সোনার দাম। বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। 
 

29

সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এখন আবার ছবিটাই পুরো উল্টো।

39

 সোনার দাম সর্বকালীন  উচ্চতার তুলনায় এখন প্রায় ১২ শতাংশের নীচে। যার ফলে সোনার কেনারও চাহিদা বেড়েছে। ফের দাম কমল সোনার, পাশাপাশি রুপোর দামেও অনেকটাই পতন। 

49

দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা হয়েছিল মধ্যবিত্তের।

59

বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

69

বিশেষজ্ঞরা বলছেন, এটা সোনা কেনার আসল সময়। এবং  দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে বেশ খানিকটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।

79

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৮৫০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৫৫০ টাকা।

89

 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও। ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর।

99


সোনার থেকেও  অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৬৫,০০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।
 

click me!

Recommended Stories