BIG BUMPER, রেকর্ডের চেয়েও প্রায় ১০ হাজার টাকা সস্তা, পর পর ৩ দিনই কমল সোনার দাম

Published : Sep 14, 2021, 03:03 PM ISTUpdated : Sep 14, 2021, 03:05 PM IST

পরপর চারদিনের মধ্যেই ৩ দিনই দাম কমল সোনার। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.১ শতাংশ কমেছে। এবং রেকর্ডের থেকে সস্তা হয়েছে ৯৫০০ টাকা। সোনার দামের পাশাপাশি রুপোর দামেও অনেকটা পতন হয়েছে। দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।  

PREV
110
BIG BUMPER, রেকর্ডের চেয়েও প্রায় ১০ হাজার টাকা সস্তা, পর পর ৩ দিনই কমল সোনার দাম


ফের সোনার দামে পতন। গত ৪ দিনের মধ্যে পরপর ৩ দিনই দাম কমেছে সোনার । বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। 

210


সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এখন আবার ছবিটাই পুরো উল্টো।

310


সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এখন আবার ছবিটাই পুরো উল্টো।

410


 সোনার দাম একধাক্কায় এতটা কমায় সোনা কেনারও চাহিদা  অনেকটাই বেড়েছে। মঙ্গলবারও  ফের দাম কমল সোনার, পাশাপাশি রুপোর দামেও অনেকটাই পতন। সোনা ও রূপোর পাশাপাশি একইসঙ্গে দাম কমেছে হিরের।
 

510

দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবের মরশুমে দোকানেও ভিড় জমেছে মধ্যবিত্তের। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা হয়েছিল মধ্যবিত্তের।

610


বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

710


বিশেষজ্ঞরা বলছেন, এটা সোনা কেনার আসল সময়। এবং  দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে বেশ খানিকটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।

810


২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৫৫০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,২৫০ টাকা।

910

 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও। ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর।

1010

সোনার থেকেও  অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৬৩,২০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।

click me!

Recommended Stories