পরপর চারদিনের মধ্যেই ৩ দিনই দাম কমল সোনার। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.১ শতাংশ কমেছে। এবং রেকর্ডের থেকে সস্তা হয়েছে ৯৫০০ টাকা। সোনার দামের পাশাপাশি রুপোর দামেও অনেকটা পতন হয়েছে। দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।