ভারতীয় বাজারে এবার পরপর ৩ দিন দাম করল সোনার। করোনা আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে এবার দাম কমল সোনার।
অগ্নিমূল্য বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। এর পাশাপাশি পাল্লা দিয়ে ওঠানামা হচ্ছে রূপোর দামেও।
বিশ্ব বাজারে কমেছে দর। সেই রেশ ধরেই ভারতীয় বাজারে দাম কমল সোনার। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মালিক থেকে মধ্যবিত্তের।
বেশ কয়েকদিন আগেই বেশ দাম বেড়েছিল সোনার। দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।
বিশ্ববাজারে সোনার দাম অনেকটাই কমছে। তবে বিশেষজ্ঞদের দাবি, যদি এক আউন্স সোনার দাম ১,৮৪০ ডলারের নীচে নেমে যায়, তাহলে একেবারে দুর্বল হয়ে পড়বে সোনার দাম।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৪৮০টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,১৮০ টাকা।
সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ দাম কমেছে রূপোরও।
কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৭১,৯০০ টাকা।
Riya Das