রেকর্ড 'Break', একটানা পরপর ৪ দিন কমল সোনার দাম, আগের চেয়েও সস্তা ১২ হাজার টাকা

একটানা পরপর ৪ দিন দাম কমল সোনার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়েই ফের দাম কমল সোনার। একনাগাড়ে ৪ দিন দাম কমার ফলেই হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে। সামনেই আবার বিয়ের মরশুম। আর বিয়ের মরশুমের আগে দাম কমতে  থাকলে সোনায় সোহাগা ক্রেতা থেকে বিক্রেতাদের। প্রায় ৪০ হাজার ছুঁই ছুঁই সোনার দাম। গত বছরের রেকর্ডকেও ব্রেক করেছে সোনার দাম। আগের চেয়েও ১২ হাজার টাকা সস্তা সোনা, জেনে নিন আজকের বাজার-দর।

Riya Das | Published : Mar 30, 2021 8:45 AM IST
18
রেকর্ড 'Break', একটানা পরপর ৪ দিন কমল সোনার দাম, আগের চেয়েও সস্তা ১২ হাজার টাকা

সপ্তাহের শুরুতে একধাক্কায় দাম কমল সোনার। একটানা পরপর ৪ দিন  সোনার দাম কমায় মধ্যবিত্তের সোনায় সোহাগা। সাধারণ মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। 

28

সামনেই আবার বিয়ের মরশুম। এই বিয়ের মরশুমের আগে দাম কমতে  থাকলে সোনায় সোহাগা ক্রেতা থেকে বিক্রেতাদের।

38

প্রায় ৪০ হাজার ছুঁই ছুঁই সোনার দাম। গত বছরের রেকর্ডকেও ব্রেক করেছে সোনার দাম। আগের চেয়েও ১২ হাজার টাকা সস্তা সোনা।

48


একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন। সোনার দাম কমায় দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তের । 

58

একধাক্কায় যেমন দাম কমেছে সোনার  সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রূপোর দর। মার্কিন চিন-বাণিজ্য নীতি সংঘাতের আবহে বাড়তে শুরু করেছিল সোনার দাম।

68

এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৮ শতাংশ কমেছে।  ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৪,১৯০ টাকা।

78


২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৯১০ টাকা। 

88


রূপোর দামও একধাক্কায়  অনেকটাই কমেছে। এমসিএক্স সূচকে  ০.৩ শতাংশ কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর আজকের দাম ৬৩,৯০০ টাকা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos