বড় ঘোষণা, এবার সম্পূর্ণ বিনামূল্যেই মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার

লকডাউনের  আনলক-১ এর মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর। করোনা সঙ্কটের মধ্যে গ্রাহকদের জন্য বড় ঘোষণা। বিশেষ করে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার আওতায় যারা পড়েন, তাদের জন্য দারুণ খবর। এবার সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার। আগামী ১ বছর পর্যন্ত  মিলবে এই বিশেষ সুবিধা। জানুন কীভাবে।

Riya Das | Published : Jun 20, 2020 5:47 AM IST / Updated: Jun 20 2020, 11:57 AM IST
110
বড় ঘোষণা, এবার সম্পূর্ণ বিনামূল্যেই মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বড় ঘোষণা। এবার থেকেই সম্পূর্ম বিনামূল্যেই পাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার।

210

সূত্র থেকে জানা গেছে তেল সংস্থা ইএমআই ডেফারমেন্ট স্কিমের মেয়াদ আগামী ১ বছর পর্যন্ত বাড়াতে পারে।

310

যারা উজ্জ্বলা যোজনার আওতার মধ্যে রয়েছেন তারা এলপিজি সিলিন্ডারের আর কোনও টাকা তেল সংস্থাকে দিতে হবে না। 
 

410

ফের মাসের শুরুতেই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। জুন মাস পড়তে না পড়তেই ৩২ টাকা দাম বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের।

510

কারণ উজ্জ্বলা যোজনার স্কিম অনুযায়ী আপনি যদি গ্যাসের কানেকশন নেন তাহলে গ্যাসের ওভেন সহ মোট ৩২০০ টাকা আপনাকে দিয়ে তবেই নিতে হবে। এর মধ্যে ১৬০০ টাকা ভর্তুকি সরকারকে দেওয়া হয় আর বাকি ১৬০০ টাকা তেল সংস্থাকে। কিন্তু এবার থেকে আর সেই তেল সংস্থার ১৬০০ টাকা দিতে হবে না।

610

নতুন ইএমআই পরিকাঠামোতে গ্রাহকদের আলাদা করে আর কোনও টাকা দিতে হবে না।

710


পেট্রোলিয়াম মন্ত্রালয়ের নির্দেশে তেল সংস্থাগুলি ইএমআই ডেফারমেন্ট স্কিম শুরু করতে চলেছে।

810

১৪ কিলোর সিলিন্ডার নিলে ১ বছরে প্রথম ৬টি সিলিন্ডারের ক্ষেত্রে ইএমআই দিতে হবে না। সপ্তম সিলিন্ডার থেকে দিতে হবে ইএমআই।

910


একইভাবে  ৫ কিলো সিলিন্ডারের ক্ষেত্রে প্রথম ১৭ টি সিলিন্ডারের  ইএমআই দিতে হবে না। ১৮ তম সিলিন্ডার থেকে দিতে হবে ইএমআই।

1010


ইএমআই না দিলে ভর্তুকি রেটে গ্রাহকরা এবার থেকে সিলিন্ডার পাবেন। ২০১৯ সালের পর যারা এই কানেকশন নিয়েছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos