লকডাউনে ফের সস্তা হল ২২ ক্যারেট সোনার দাম, দর বাড়ল রুপোর

করোনার জেরে দেশের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। করোনা ভ্যাকসিন আসার জেরে বিশ্বের শেয়ার বাজারে ফের কেনাবেচা শুরু হয়েছে। আর সেই কারণেই আন্তর্জাতিক বাজারে প্রায় ৫ শতাংশ পড়ে গিয়েছে সোনার দাম। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের বাজারে সোনার দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে। একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। সপ্তাহের শেষেই ফের  চমক সোনার বাজারে।  সোনার দাম কমলেও দাম বেড়েছে রূপোর। কলকাতায় কত হয়েছে সোনার দাম, জেনে নিন আজকের দর।

Riya Das | Published : Sep 11, 2020 12:24 PM IST / Updated: Sep 11 2020, 05:55 PM IST
19
লকডাউনে ফের সস্তা হল ২২ ক্যারেট সোনার দাম, দর বাড়ল রুপোর

মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল।  যত সময় বাড়ছিল ততই যেন সোনার দর বাড়ছিল। তবে শুক্রবার একধাক্কাতেই কম গেল সোনার দাম।
 

29

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের বাজারে সোনার দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে। গত আগস্ট মাস থেকেই বৃদ্ধির নয়া রেকর্ড গড়ার পর থেকেই সোনার দাম বেশ কিছুটা কমেছে।

39

একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় কমেছে সোনার দাম। ৬০ হাজারের গন্ডি ছুঁই ছুঁই থেকে প্রায় ৫০ হাজারের নিচে চলে এসেছে সোনার দাম। 

49

এমসিএক্স ফিচারে সপ্তাহের শেষেই ফের দাম কমল সোনার । লকডাউনের মধ্যে সোনার দামে ফের চমক।  ০.৯ শতাংশ পতন হয়েছে ভারতীয় বাজারে।

59

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৫০,৫০০ টাকা। 

69

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,২০০ টাকা। 

79

সোনার দাম কমলেও পাশাপাশি রূপোার দামও আগের তুলনায় অনেকটাই বেড়েছে । এমসিএক্স ফিচারে ১ কেজি রূপোার দাম দাঁড়িয়েছে ৬৭,৯৮০ টাকা।

89


অন্যদিকে মার্কিন ডলারের দাম চড়ায় অন্যান্য মুদ্রায় সোনার দাম কিছুটা বেড়েছে। 

99

গতকাল ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের আর্থিক প্যাকেজ অপরিবর্তিত থাকায় সস্তা হয়েছে সোনার দাম।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos