দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম। একবার টাকা ইনভেস্ট করলেই সারাজীবন গ্রাহকেরা পেয়ে যাবেন বিশেষ সুবিধা। এটা ভেবেই সারা জীবনের সঞ্চয় এলআইসিতে রেখে নিশ্চিন্ত হন মধ্যবিত্ত। কিন্তু বর্তমানে এই ধারণা বদলে গিয়েছে। সামান্য একটা ভুলে খোয়াতে পারেন সারাজীবনের সঞ্চয়ের টাকা। তবে গ্রাহকরা যদি সতর্ক হন, তাহলে কিছুটা হলেও এই বিপদ এড়ানো সম্ভব হবে। নিজের সঞ্চয়ের টাকা ঠিকমতো রাখতে গেলে কী করতে হবে, জেনে নিন বিশদে।