Published : Feb 19, 2021, 02:47 PM ISTUpdated : Feb 19, 2021, 02:53 PM IST
গ্রাহকদের জন্য সুখবর। রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা। সাধারণ বাজেটের ৭২ ঘন্টা কাটতে না কাটতেই দাম বেড়েছে রান্নার গ্যাসের। প্রথমে ২৫ আর পড়ে ৫০, এই নিয়ে দ্বিতীয়বার গ্যাসের দাম বাড়ল। ভর্তুকি ছাড়া ১৪.২ কেজি এলপিজি সিলেন্ডারের দাম বেড়ে হয়েছে ৭৬৯ টাকা। এবার থেকে রান্নার গ্যাস কিনতে আর লাগবে না ৭৬৯ টাকা মাত্র ৬৯ টাকাতেই মিলবে রান্নার গ্যাস। জানুন কীভাবে পাবেন এই সুবিধা।