করোনা আবহে অগ্নিমূল্য বাজারে যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। একধাক্কায় রান্নার গ্যাস বাড়ছে তো আবার খানিক কমছে এই নিয়েই নাজেহাল মধ্যবিত্ত। বাজেটের ৭২ ঘন্টা কাটতে না কাটতেই একলাফে দাম বেড়েছে রান্নার গ্যাসের। তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা এবার রান্নার গ্যাস সিলিন্ডার পেতে পারেন বিনামূল্য এবং আর্থিক সহায়তা পাবেন নগদ ১৬০০ টাকা। জানুন কীভাবে মিলবে এই সরকারি পরিষেবা।