মাত্র চার বছর আগের স্মৃতি আবার ফিরে আসছে মোদী সরকারের জমানায়। সালটা ২০১৬। বিমুদ্রাকরণের সময় ১০০০ টাকার নোটকে বাতিল ঘোষণা করে পুরোপুরি বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। তার পরিবর্তে আনা হয়েছিল নতুন ২০০০ টাকার নোট। এরপর থেকে কেটে গিয়েছে দীর্ঘ চার বছর। নতুন করে ১০০০ টাকার নোট বাজারে আনেনি সরকার। সম্প্রতি ২০০০ টাকার নোটও কমে আসছে বাজারে। যার ফলে ক্রমশ বাড়ছে জাল নোটের সংখ্যা। আরবিআই বেশ কয়েকটি তথ্য দিয়েছে, যা দিয়ে চেনা যাবে নকল টাকা, চিনে নিন একনজরে।