বাজারে ছেয়ে গেছে জাল নোট, কীভাবে চিনবেন নকল ২০০০ টাকা

মাত্র চার বছর আগের স্মৃতি আবার ফিরে আসছে মোদী সরকারের জমানায়। সালটা ২০১৬। বিমুদ্রাকরণের সময় ১০০০ টাকার নোটকে বাতিল ঘোষণা করে পুরোপুরি বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। তার পরিবর্তে আনা হয়েছিল নতুন ২০০০ টাকার নোট। এরপর থেকে কেটে গিয়েছে দীর্ঘ চার বছর। নতুন করে ১০০০ টাকার নোট বাজারে আনেনি সরকার। সম্প্রতি ২০০০ টাকার নোটও কমে আসছে বাজারে। যার ফলে ক্রমশ বাড়ছে জাল নোটের সংখ্যা। আরবিআই বেশ কয়েকটি তথ্য দিয়েছে, যা দিয়ে চেনা যাবে নকল টাকা, চিনে নিন একনজরে।

Riya Das | Published : Sep 16, 2020 10:26 AM IST / Updated: Sep 16 2020, 04:06 PM IST
19
বাজারে ছেয়ে গেছে জাল নোট, কীভাবে চিনবেন নকল ২০০০ টাকা

জাল নোটে ভরে গিয়েছে বাজার। পাকিস্তান থেকে ২০০, ৫০০, ২০০০-এর জাল নোট আসছে ভারতে। এবং এই তিন ধরনের জাল নোট উদ্ধারের ক্ষেত্রে গুজরাট এক নম্বরে।

29

ইতিমধ্যেই ১২ কোটি টাকারও বেশি জাল নোট ধরা পড়েছে গুজরাটে। তার মধ্যে পশ্চিমবঙ্গে ১০ কোটি, এবং  পাঞ্জাবে ৫০ লক্ষ টাকার নোট উদ্ধার করা হয়েছে।
 

39

সম্প্রতি সাধারণ মানুষকে সচেতন করতে আরবিআই বেশ কিছু তথ্য দিয়েছেন। যার ফলে আসল ও নকল নোট চিনতে পারবেন সহজেই।

49

এই বৈশিষ্ট্যগুলি মাথায় রাখলেই সহজেই জাল নোটের জালিয়াতি সহজেই ধরে ফেলতে পারবেন।

59

২০০০ নম্বরটির মধ্যে একটি লুকনো ছবি রয়েছে। যেটা দেবনাগরী হরফে ২০০০ সংখ্যাটি লেখা থাকবে। তার মাঝেই থাকবে মহাত্মা গান্ধীর ছবি। ছোট হাতের অক্ষরে ভারত ও ইন্ডিয়া লেখা থাকবে।

69

নোটের সামনের দিকে আরবিআই, ২০০০, ভারত লেখা থাকবে। নোটটি একসাইডে কাত করলেই থ্রেডের রং সবুজ থেকে নীল হয়ে যাবে। 

79

এবং ডানদিকে নিচের ২০০০ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তন হয়ে যাবে।

89

নোটের বাম দিকে মুদ্রণের বছর থাকবে। এছাড়াও স্বচ্ছ ভারতের লোগো এবং মঙ্গলযানের স্লোগান।

99

মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে গর্ভনরের স্বাক্ষর সহ আরবিআই-এর সিল থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos