সুখবর, রান্নার গ্যাস বুক করলেই মিলবে ৫০০ টাকা রিটার্ন, খুশিতে সাধারণ মানুষ

Published : Dec 10, 2020, 01:48 PM IST

গ্রাহকদের জন্য সুখবর। রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা করল পেটিএম। বিদ্যুতের বিল থেকে শুরু করে মোবাইল রিচার্জ বা কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন অফার থাকলেও রান্নার গ্যাসে তেমনভাবে কোনও অফারই দিত না অনলাইন টাকা লেনদেনর সংস্থাগুলি। এবার নিউনর্মালে রান্নার গ্যাস বুকিং করলেও মিলবে মোটা টাকা ছাড়,বড় ঘোষণা পেটিএম-এর।  

PREV
19
সুখবর, রান্নার গ্যাস বুক করলেই মিলবে ৫০০ টাকা রিটার্ন, খুশিতে সাধারণ মানুষ

রান্নার গ্যাস নিয়ে বড় খবর। এবার থেকে পেটিএম -এর মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করলেই পাবেন ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের বিশেষ সুবিধা।

29

তবে প্রথমবার গ্যাস বুকিং-এর সময়েই পাওয়া যাবে এই বিশেষ ছাড়। এবং সেখানে 'FIRSTLPG'প্রোমো কোড ব্যবহার করতে হবে।

39

 নিউনর্মালে রান্নার গ্যাস বুকিং করলেও মিলবে মোটা টাকা ছাড়,বড় ঘোষণা পেটিএম-এর।

49


এই অফারটি চলতি সময়ের জন্য উপলব্ধ। চলতি মাসের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে এই বিশেষ সুবিধা।

59


১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। 

69


বর্তমানে সরকারের তরফে ভর্তুকি বিহীন সিলিন্ডার গ্রাহকদের দেওয়া হচ্ছে না তবে বেশ কিছু সংস্থা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এই সুবিধা। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ।

79


এর ফলে গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রতি আগ্রহ বাড়বে। এবং সেই কারণেই গ্রাহকদের  এই সুবিধা দেওয়া হচ্ছে ।

89

নগদ টাকা দিলে  কিন্তু এই সুবিধা পাওয়া যাবে না। বরং গুগল পে , ইউপি আই সহ একাধিক ডিজিটাল ওয়ালেট ব্যবহার করলেই মিলবে এই বিশেষ ছা়ড়।

99

এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন ক্যাশব্যাকের সুবিধাও। আর তা ৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন বলেও জানানো হয়েছে। এছাড়াও ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করলেও পাওয়া যাবে এই বিশেষ ছাড়ের সুবিধা। 

click me!

Recommended Stories