১ লক্ষ টাকা রাখলেই ফেরত পাবেন ২ লক্ষ, সেভিংস স্কিমে ডবল রিটার্ন দিচ্ছে এই সরকারি সংস্থা

চলতি আর্থিক বছরে শেষ ত্রৈমাসিকে পোস্ট অফিসের সুদের হারে কোনও রদবদল হয়নি। তবে সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করা বর্তমান সময়ে ভীষণ জরুরি।  ইনভেস্ট করার আগে বিশদে জেনে তারপর করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অন্য কোনও দিকে না তাকিয়ে পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখুন। পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করা সবচেয়ে  ভাল অপশন। এই স্কিমে টাকাও যেমন সুরক্ষিত থাকবে তেমন ম্যাচিউরিটিতে মিলবে ডবল রিটার্নও।
 

Riya Das | Published : May 22, 2021 8:46 AM IST
18
১ লক্ষ টাকা রাখলেই ফেরত পাবেন ২ লক্ষ, সেভিংস স্কিমে ডবল রিটার্ন দিচ্ছে এই সরকারি সংস্থা


পোস্ট অফিসের এই যোজনায় টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনই ভালও রিটার্নও পাওয়া যাবে। 

28

সূত্র থেকে জানা গেছে,  কিষাণ বিকাশ যোজনায়  টাকা জমালে  ম্যাচিউরিটিতে মিলবে ডবল রিটার্নও পাবেন গ্রাহকেরা।

38

২০২১ সালের ত্রৈমাসিকে ৬.৯ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। যা ১২৪ মাসে আপনার ডবল ইনভেস্টমেন্ট হয়ে যাবে। যেখানে ১ লক্ষ টাকা জমালে ম্যাচিউরিটির সময় সেটা ২ লক্ষ হয়ে যাবে।

48

এই স্কিমে ১২৪ মাসের ম্যাচিউরিটি পিরিয়ডে গ্রাহকরা টাকা তুলতে পারবেন। গ্রাহকরা এই যোজনায় নিজের অর্থ দ্বিগুন করতে ১, ২ ,৩, ৫ বছরের জন্য টাকা ইনভেস্ট করতে পাবেন। 

58

১-৩ বছরের জন্য ইনভেস্ট করলে ৫.৫ শতাংশ রিটার্ন মিলছে এবং ৫ বছরের জন্য ইনভেস্ট করলে ৬.৭ শতাংশ রিটার্ন পাবেন গ্রাহকেরা।

68

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করতে হলে গ্রাহকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। এর পাশাপশি শুধু সিঙ্গল অ্যাকাউন্ট নয়,জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। 

78


কেভিপি-তে ১০০০, ৫০০০, ১০,০০০, ৫০,০০০ টাকার সার্টিফিকেট রয়েছে যা কেনা যেতে পারে। অর্থাৎ নিজের সেভিংস বাড়াতে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পোস্ট অফিসের এই যোজনায় টাকা ইনভেস্ট করতে পারেন। 

88


উল্লেখ্য,দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে অধিকতম সুদের হার ৫.৪০ শতাংশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos