স্বাধীনতা দিবসে জিও ধামাকা, এবার ১৫০ দিন বিনামূল্যে মিলবে ডেটা ও কলের বিশেষ সুবিধা

 জিও মানেই বাম্পার ধামাকা। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির জিও। এই মুহূর্তে করোনা আতঙ্কে  গৃহবন্দি হয়েছেন গোটা বিশ্বের মানুষ। বাড়ি থেকেই অফিসের কাজ সামলাচ্ছেন গ্রাহকদের একাংশ। আর যার কারণেই এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন ডেটা ও কলের সুবিধা। গ্রাহকদের কথা মাথায় রেখেই স্বাধীনতা দিবসের দিন  জিও নিয়ে এল আকর্ষণীয় অফার। এবার থেকে ৫ মাস পর্যন্ত বিনামূল্যেই মিলবে ডেটা ও কলের সুবিধা। জানুন কীভাবে।

Riya Das | Published : Aug 15, 2020 6:20 AM IST
19
স্বাধীনতা দিবসে জিও ধামাকা, এবার ১৫০ দিন বিনামূল্যে মিলবে ডেটা ও কলের বিশেষ সুবিধা

এয়ারটেলের তরফে আজই ঘোষণা করা হয়েছে যে, তাদের এক্সট্রিম ফাইবার গ্রাহকরা এবার থেকে  বিনামূল্যে ১,০০০ জিবি পাবেন। এয়ারটেলকে স্বাধীনতা দিবসে নতুন অফার নিয়ে হাজির জিও।

29


এবার থেকে জিও ওয়াই-ফাই এবং জিওর সিম নিলেই গ্রাহকেরা পেয়ে যাবেন দুর্দান্ত অফার। প্রায় ৫ মাস পর্যন্ত বিনামূল্যে ডেটা ও কলের সুবিধা পাবেন গ্রাহকেরা।

39

১৫০ দিন কীভাবে বিনামূল্যে পাওয়া যাবে এই ডেটা ও কলের সুবিধা। জিও তরফ থেকে জানানো হয়েছে, এই অফারটির বিশেষ সুবিধা নিতে গেলে আপনাকে প্রথমে একটি জিওফাই ডিভাইস ও জিও সিম কিনতে হবে।

49

 এই অফারটি শুধুমাত্র রিলায়েন্স জিও ডিজিটাল স্টোর ও জিওডটকম-এ পেয়ে যাবেন সকল গ্রাহকেরা

59

জিও ওয়াই-ফাই ডিভাইসের দাম  ১,৯৯৯ টাকা। এবং নতুন সিম কার্ড চালু করতে গেলেও তিনটি রিচার্জ প্ল্যান যেমন (১৯৯ টাকা, ২৪৯ টাকা ও ৩৪৯ টাকা) এর মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে।

69

জিও ওয়াই-ফাই ডিভাইসের দাম  ১,৯৯৯ টাকা। এবং নতুন সিম কার্ড চালু করতে গেলেও তিনটি রিচার্জ প্ল্যান যেমন (১৯৯ টাকা, ২৪৯ টাকা ও ৩৪৯ টাকা) এর মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে।
 

79


 ১৯৯ টাকার ফার্স্ট রিচার্জ প্ল্যানে  প্রতিদিন ১.৫ জিবি ডেটা ২৮ দিনের জন্য পেয়ে যাবেন গ্রাহকেরা। এছাড়াও  ৯৯ টাকা দিয়ে জিওপ্রাইম মেম্বার হলে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন। শুধু তাই নয়,  জিও টু জিও আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি ২৮ দিনে ১,০০০ মিনিট  করে পাবেন।  ১০০ টি এসএমএস  করতে পারবেন প্রতিদিন । এই প্ল্যানের বৈধতা ১৪০ দিন।

89

২৪৯ টাকায় গ্রাহকেরা পেয়ে যাবেন ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা। এছাড়াও ৯৯ টাকা দিয়ে জিওপ্রাইম মেম্বার হলে রোজ মিলবে ২ জিবি ডেটার সাথে জিও টু জিও আনলিমিটেড কল কল। এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি ২৮ দিনে ১,০০০ মিনিট করে পাবেন। ১০০ টি এসএমএস  করতে পারবেন প্রতিদিন । এই প্ল্যানের বৈধতা ১৪০ দিন।
 

99

৩৪৯ টাকায় গ্রাহকেরা পেয়ে যাবেন ২৮ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে হাইস্পিড ডেটা। এক্ষেত্রেও ৯৯ টাকা অতিরিক্ত দিয়ে প্রাইম মেম্বার হলে মিলবে রোজ ৩ জিবি ডেটার সাথে জিও টু জিও মোবাইল ও জিও টু জিও ল্যান্ডলাইনেও আনলিমিটেড কল  করতে পারবেন।জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি ২৮ দিনে ১,০০০ মিনিট করে পাবেন। ১০০ টি এসএমএস  করতে পারবেন প্রতিদিন । এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos