কর্পোরেট জগত বা আইটি সেক্টর যেটাই হোক না কেন, এক নামে আজ বিশ্বের দরবারে পরিচিত ইনফোসিস। কিন্তু ইনফোসিস হল মূলত সংস্থার শর্ট ফর্ম। ইনফোসিসের পুরো কথাটা হল ইনফরমেশন সিস্টেম। ইনফোসিস হল পরবর্তী প্রজন্মের ১৮৭ হাজার কর্মীদের উদ্দেশ্যে ডিজিটাল সার্ভিসের পরিষেবা প্রদান করার লক্ষ্যে এগিয়ে যাওয়া একটি সংস্থা। ইনফোসিসের প্রতিষ্ঠতা এন.আর নারায়ন মুর্থে, নন্দন নীলকানি, এস.ডি শিবুলাল, কৃষ গোপালাকৃষ্ণাণ, অশোক অরোরা, এন.সি রাঘবন এবং কে. দীনেশ।