সরকারের এই যোজনায় কি নাম রয়েছে আপনার, বিন্যামূল্যেই মিলবে ২০০০ টাকা

Published : Sep 12, 2020, 01:39 PM ISTUpdated : Sep 12, 2020, 01:48 PM IST

 সারা দেশে লকডাউন চলেছে। আর এই লকডাউনের বন্দিদশায় সকলের অবস্থাই যেন নাভিশ্বাস। এহেন পরিস্থিতিতে কাজ করা তো দূর না খেয়েই দিনাতিপাত করছে এক শ্রেণীর মানুষ। সকলের জন্য কম বেশি নয়া স্কিম নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের কৃষকদের আয় বাড়াতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার  নয়া সুবিধা নিয়ে হাজির হয়েছে। গরীব ও পিছিয়ে পড়া মানুষদের জন্য এই বিশেষ প্রকল্পে মিলবে আকর্ষণীয় সুবিধা। আপনিও কি রয়েছেন সেই তালিকায়, দেখে নিন একনজরে।

PREV
19
সরকারের এই যোজনায় কি নাম রয়েছে আপনার, বিন্যামূল্যেই মিলবে ২০০০ টাকা

দেশের কৃষকদের আয় বাড়াতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার  নয়া সুবিধা নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। 

29


গরীব ও পিছিয়ে পড়া মানুষদের জন্য এই বিশেষ প্রকল্পে মিলবে আকর্ষণীয় সুবিধা। করোনা সংকটের মধ্যে দেশের কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

39

 এই স্কিমের আওতায় থাকা কৃষকদের সরকার বার্ষিক ৬০০০ টাকা  করে আর্থিক সহায়তা দিয়ে থাকে। আপনিও কি সেই সরকারি যোজনার তালিকায়। তাহলে দেখে নিন কী করবেন।

49

প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইটে গিয়ে হোম পেজের মেনু বারে ফার্মার কর্ণারে গিয়ে ক্লিক করে  নিজের রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের নাম লিখতে হবে। তারপর গেট রির্পোটে ক্লিক করতে হবে।

59

রেজিস্ট্রেশন করতে হলে  প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইটে গিয়ে  লগ ইন করতে হবে। সেখানেই এই যোজনায় রেজিস্ট্রেশন করার অপশন রয়েছে। সেখানে গিয়েই রেজিস্ট্রেশন করতে হবে। 

69

ওয়েবসাইট থেকেই সমস্ত কিছু দেখা যাবে আপনার করা আবেদন কোন পর্যায়ে রয়েছে তাও জানা যাবে।

79

যদি আপনার পুরো পদ্ধতিটি গ্রহনযোগ্য হয় তাহলেই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পে আপনার নাম দেখা যাবে।

89

এই নিয়ে ছয়বার এই প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে।  এখনও পর্যন্ত ৯.৯ কোটি কৃষককে এই প্রকল্পকে টাকা দেওয়া হয়েছে।

99

এই প্রকল্পতে আপনার নাম থাকলেই অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে ২০০০ টাকা করে।
 

click me!

Recommended Stories