সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে চান, শেষ সুযোগ হাতছাড়া করলেই বড়সড় ক্ষতি

Published : Sep 02, 2020, 11:37 AM ISTUpdated : Sep 02, 2020, 11:40 AM IST

করোনার জেরে দেশজুড়ে যা পরিস্থিতি হয়েছে, তাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সম্পূর্ণ বিনামূল্যে  তিনমাস রান্নার গ্যাস দিয়েছিল মোদী সরকার। ফ্রি-তে রান্নার গ্যাস মিললেও রান্নার গ্যাস নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একধাক্কায় রান্নার গ্যাস বাড়ছে তো আবার কমছে । কখনও আবার ব্যাঙ্কে ভর্তুকি ঢুকছে না। অগ্নিমূল্য বাজারে এতসবের মধ্যে  রান্নার গ্যাস নিয়ে সুখবর। এপ্রিল মাস থেকে বিনামূল্যে রান্নার গ্যাসের মেয়াদ বাড়ানো হয়েছিল সেপ্টেম্বর পর্যন্ত। আবারও বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার জন্য এটাই শেষ সুযোগ।  জেনে নিন কীভাবে এই যোজনার লাভবান হতে পারবেন।  

PREV
112
সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে চান, শেষ সুযোগ হাতছাড়া করলেই বড়সড় ক্ষতি

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সম্পূর্ণ বিনামূল্যে  তিনমাস রান্নার গ্যাস দিয়েছিল মোদী সরকার। 

212

 এপ্রিল মাস থেকে বিনামূল্যে রান্নার গ্যাসের মেয়াদ বাড়ানো হয়েছিল সেপ্টেম্বর পর্যন্ত। আবারও বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার জন্য এটাই শেষ সুযোগ। 

312

এই যোজনায় সেপ্টেম্বর মাসের পর বিনামূল্যে মিলবে না রান্নার গ্যাস। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নেওয়ার এটাই শেষ সুযোগ। 

412


প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নেওয়ার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

512


রেজিস্ট্রেশনের পদ্ধতিও বেশ সহজ। গ্যাসের এই কানেকশন নেওয়ার জন্য বিপিএল পরিবারের যে কোনও মহিলাই আবেদন জানাতে পারবেন।

612


উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে গেলেও বিস্তারিত জানতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে ফর্ম ফিলাম করে এলপিজি অফিসে জমা দিতে হবে।

712


আবেদনকারী মহিলার নাম, জনধন অ্যাকাউন্ট নম্বর, পরিবারের সমস্ত সদস্যদের নাম ও আধার নম্বর দিতে হবে।

812

পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই দেশের সরকারি তেল সংস্থাগুলি গ্যাল কানেকশন দিয়ে দেবে। 

912


গ্রাহকরা যদি ইএমআই অপশন সিলেক্ট করে তাহলে ইএমআই-এর টাকা সিলিন্ডারের সাবসিডির সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে।

1012

সাধারণ মধ্যবিত্তরা কিন্তু এই সুবিধা পাবেন না। এই যোজনার সুবিধা শুধুমাত্র দারিদ্রসীমার নীচে যারা রয়েছেন তারই পাবেন।

1112

যাদের বিপিএল কার্ড রয়েছে, তারাই পাবেন এই বিশেষ সুবিধা। 

1212

বাড়ির মহিলারা নিজেদের নামে গ্যাসের কানেকশন নিতে পারবেন। এবং ভর্তুকির টাকার জন্য সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট বাধ্যতামূলক।

click me!

Recommended Stories