করোনার জেরে দেশের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। ৫০ হাজারের গন্ডি পার করেছে সোনার দাম। একদিকে করোনার মহাসঙ্কট আর তার উপরে লাগাতার বাড়তে শুরু করেছে সোনার দাম। দাম বাড়া কমার অনিশ্চয়তার মধ্যেও সোনাই এখন সবথেকে সুরক্ষিত অপশন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই সময়টাতেই সোনায় ইনভেস্ট করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছরেই নরেন্দ্র মোদী সরকার ফিজিক্যাল সোনার চাহিদা কমাতে একটি বিশেষ স্কিম চালাচ্ছে। এর নাম স্বর্ণ বন্ড স্কিম। অগ্নিমূল্য বাজারে সস্তায় কীভাবে সোনা কিনবেন, জেনে নিন বিশদে।