Big Bumper, ভোটের দিনই কমল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের হেঁশেলে ফিরল স্বস্তি

বিধানসভা নির্বাচনের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের হেঁশেলে। ১ লা এপ্রিল থেকেই ফের সামান্য দাম কমল রান্নার গ্যাসের। বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম ৮১৯ টাকা। আজ থেকে তা কমে দাড়াল ৮০৯ টাকা। এলপিজি সিলিন্ডারের উপর এবার ১০ টাকা ছাড় পাবেন গ্রাহকেরা। গতকাল রাতেই নয়া দাম কার্যকরী হয়েছে বলে জানিয়েছে  দেশের বৃহত্তম রাষ্টায়ত্ত তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।এই খবর শোনা মাত্রই মধ্যবিত্তের হেঁশেলে যেন স্বস্তি ফিরে এসেছে।

Riya Das | Published : Apr 1, 2021 7:50 AM
17
Big Bumper,  ভোটের দিনই কমল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের হেঁশেলে ফিরল স্বস্তি

একদিক করোনা অন্যদিক অগ্নিমূল্য বাজারে সব জিনিসেই যেন আগুন দাম। হু হু বেড়েই চলেছিল গ্যাসের দাম। এবার বিধানসভা নির্বাচনের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের হেঁশেলে।

27

একদিক করোনা অন্যদিক অগ্নিমূল্য বাজারে সব জিনিসেই যেন আগুন দাম। হু হু বেড়েই চলেছিল গ্যাসের দাম। এবার বিধানসভা নির্বাচনের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের হেঁশেলে।

37

গতকাল রাতেই নয়া দাম কার্যকরী হয়েছে বলে জানিয়েছে  দেশের বৃহত্তম রাষ্টায়ত্ত তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

 

47

এলপিজি সিলিন্ডারের উপর এবার ১০ টাকা ছাড় পাবেন গ্রাহকেরা। 

57

 

গত ফেব্রুয়ারি ও মার্চ মাসেও রান্নার গ্যাসের দাম ১২৫ টাকা করে বেড়েছিল। দীর্ঘদিন পর রান্নার গ্যাস কমায় মধ্যবিত্তের হেঁশেলে যেন স্বস্তি ফিরে এসেছে।

67

তেল সরবরাহকারী সংস্থা প্রতি মাসের ১ তারিখ সিলিন্ডারের নতুন দাম নির্ধারিত করে খারে। এবারও তেমনটাই হল।
 

77

১লা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নয়া দাম। আজ থেকে সাধারণ মানুষকে ১০ টাকা কম দিয়ে নিতে হবে রান্নার গ্যাস। তবে ভোটের মধ্যে এই ঘোষণা যেন মধ্যবিত্তের মুখে চওড়া হাসি ফুটিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos