চৈত্র সেল ধামাকা, সস্তার প্ল্যান নিয়ে হাজির জিও, প্রতিদিন পাবেন ১ জিবি ডেটা ও আনলিমিটেড কল

Published : Mar 31, 2021, 02:18 PM IST

 জিও মানেই বাম্পার ধামাকা।  গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির জিও। গ্রাহকদের কথা মাথায় রেখে কিছু  না প্ল্যান সবসময়েই দিয়ে থাকে জিও। এবার গ্রাহকদের জন্য চৈত্র সেল ধামাকা নিয়ে হাজির জিও। রিলায়েন্স জিও-র  জিও ফোন-এর জন্য এল নতুন প্ল্যান। এবার জিও ফোন ব্যবহারকারীরা সামান্য টাকাতেই প্রতিদিন পাবেন ১ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা।  

PREV
18
চৈত্র সেল ধামাকা, সস্তার প্ল্যান নিয়ে হাজির জিও, প্রতিদিন পাবেন ১ জিবি ডেটা ও আনলিমিটেড কল

গ্রাহকদের জন্য চৈত্র সেল ধামাকা নিয়ে হাজির জিও। রিলায়েন্স জিও-র  জিও ফোন- ব্যবহারকারীদের জন্য এল নতুন প্ল্যান। 
 

28

এবার জিও ফোন ব্যবহারকারীরা সামান্য টাকাতেই প্রতিদিন পাবেন ১ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা।

38

 রিলায়েন্স জিও-র  জিও ফোন- ব্যবহারকারীরা প্রিপেড প্ল্যানে ১২৫ টাকা রিচার্জ করলে পাবেন ০.৫ জিবি ডেটা।  সারা মাসে মোট ১৪ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। যাদের খুব বেশি ডেটার প্রয়োজন নেই তাদের জন্য আদর্শ এই প্যাক। এর ভ্যালিডিটি থাকবে ২৮ দিন।

48

এছাড়া এই প্ল্যানে আনলিমিটেজ ভয়েস কল এবং ৩০০ টি এসএমএসের সুবিধা পাবেন। 

58

সেই সঙ্গে জিও-র বিভিন্ন  অ্যাপ যেমন জিও সিনেমা, জিও মিউজিক, জিও টিভিও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

68

 রিলায়েন্স জিও-র  জিও ফোন- ব্যবহারকারীরা প্রিপেড প্ল্যানে ১৫৫ টাকা রিচার্জ করলে পাবেন ১ জিবি ডেটা।  সারা মাসে মোট  ২৮ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।  এই প্যাকটির ভ্যালিডিটি থাকবে ২৮ দিন।

78

জিও-র  এই প্ল্যানটিতে আনলিমিটেজ ভয়েস কল এবং ১০০ টি করে প্রতিদিন এসএমএসের সুবিধা পাবেন। 

88


সেই সঙ্গে জিও-র বিভিন্ন  অ্যাপ যেমন জিও সিনেমা, জিও নিউজ, জিও সিকিউরিটির সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন গ্রাহকরা।

click me!

Recommended Stories