'কোটিপতি'দের তালিকায় ভারতের সেরা ১০-এর শীর্ষে মুকেশ আম্বানি, আর কে কে রয়েছেন তালিকায়

বড় বড় ধনকুবেরদের মধ্যে বরাবরই রয়েছেন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি।  ভারতের ধনীতম তালিকায় প্রথম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি।  ফোর্বস এর বিচারে দেশের সর্বোচ্চ ১০ কোটিপতিদের মধ্যে শীর্ষে রয়েছেন মুকেশ। তবে বিশ্বের মধ্যে ৩৫ কোটিপতির তালিকায় তার স্থান দশম স্থানে, আম্বানি ছাড়া আর কে কে রয়েছেন তালিকায়, দেখে নিন একনজরে।
 

Riya Das | Published : Apr 7, 2021 7:04 AM IST
110
'কোটিপতি'দের তালিকায় ভারতের সেরা ১০-এর শীর্ষে মুকেশ আম্বানি, আর কে কে রয়েছেন তালিকায়

মুকেশ আম্বানি

ভারতের ধনীতম তালিকায় প্রথম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি।  ফোর্বস এর বিচারে দেশের সর্বোচ্চ ১০ কোটিপতিদের মধ্যে শীর্ষে রয়েছেন মুকেশ। তবে বিশ্বের মধ্যে ৩৫ কোটিপতির তালিকায় তার স্থান দশম স্থানে।

210

গৌতম আদানি

ভারতের কোটিপতির তালিকায় মুকেশ আম্বানির পরে দ্বিতীয় রয়েছেন গৌতম আদানি।  বর্তমানে তিনি  ৫০.৫ বিলিয়নের মালিক।    
  

310

শিব নাদার

গৌতম আদানির পরেই তৃতীয় স্থানে রয়েছেন শিব নাদার।  এইচসিএল টেকনোলজিক-এর মালিক শিব নাদার  বর্তমানে ২৩.৫ বিলিয়নের মালিক। 
  

410

রাধাকৃষ্ণ দামানি

শিব নাদারের পরেই চতুর্থ  স্থানে রয়েছেন রিটেল ও ইনভেস্টমেন্টে অন্যতম রাধাকৃষ্ণ দামানির। যিনি বর্তমানে ১৬.৫ বিলিয়নের মালিক।  

510

 উদয় কোটাক

রাধাকৃষ্ণ দামানির পরেই পঞ্চম স্থানে রয়েছেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মালিক উদয় কোটাক। ২০২১ সালের নিরিখে বর্তমানে তিনি ১৫.৯ বিলিয়নের মালিক। 
  

610

লক্ষী মিত্তাল

উদয় কোটাকের পরেই ষষ্ঠ স্থানে রয়েছেন লক্ষী মিত্তাল। ২০২১ সালের নিরিখে বর্তমানে তিনি  ১৪.৯ বিলিয়নের মালিক। 

710

কুমার বিড়লা

লক্ষী মিত্তালের পরেই সপ্তম স্থানে রয়েছেন কুমার বিড়লা। কুমার বিড়লার আওতায় অনেকটাই সংস্থা রয়েছে। যেমন-ভোডাফোট-আইডিয়া , সিমেন্ট আরও অনেক কিছু। বর্তমানে  তিনি ১২.৮ বিলিয়নের মালিক। 

810

পুনওয়ালা

কুমার বিড়লার পরেই অষ্টম স্থানে রয়েছেন পুনওয়ালার। করোনা কালে অনেকের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে পুনওয়ালার নাম ।  ২০২১ সালের নিরিখে ভ্যাকসিন তৈরির সংস্থার মালিক পুনওয়ালা ১২.৭ বিলিয়নের মালিক।

910

  দিলীপ শাংঘাভি

 পুনওয়ালার পরেই নবম স্থানে রয়েছেন দিলীপ শাংঘাভি। সান ফার্মার মালিক দিলীপ শাংঘাভি ২০২১ সালের নিরিখে ১০.৯ বিলিয়নের মালিক।   

1010

সুনীল মিত্তাল

দিলীপ শাংঘাভির  পরেই দশম স্থানে রয়েছেন টেলিকম ইন্ডাস্ট্রির সুনীল মিত্তাল। দিল্লির বাসিন্দা।  পরেই নবম স্থানে রয়েছেন ১০.৫ বিলিয়নের মালিক সুনীল মিত্তাল। 
  

Share this Photo Gallery
click me!

Latest Videos