লকডাউনে ব্যাঙ্কের ইএমআই দিতে পারেননি, দিতে হবে না বাড়তি সুদ, এবার সুখবর শোনাল কেন্দ্র

লকডাউনের শুরুতেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। সেই সময় তাঁদের বাড়তি সুবিঝে দেওয়ার জন্য ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছিল ইএমআই বন্ধ রাখার। কিন্তু তাতে ছিল একটি গোপন শর্ত...

Jayita Chandra | Published : Oct 3, 2020 2:18 PM IST
17
লকডাউনে ব্যাঙ্কের ইএমআই দিতে পারেননি, দিতে হবে না বাড়তি সুদ, এবার সুখবর শোনাল কেন্দ্র

লোন নিয়েছেন, কিন্তু লকডাউনে আয় না থাকার ফলে সমস্যার মুখে পড়তে হয়েছে! 

27

দিতে পারেননি ইএমআই। এমই সময়ই ব্যাঙ্ক ঘোষনা করেছিল যে যাঁরা দিতে পারবেন না তাঁরা ইএমআই স্থগিত রাখতে পারেন।

37

তিন মাস এই সুযোগ পাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সঙ্গে ছিল একটি শর্ত, যা অনেকেই হয়তো বুঝতে পারেননি। 

47

ব্যাঙ্ক থেকে জানানো হয়েছিল এই সময় যাঁরা এই সুবিধে গ্রহণ করবে, তাঁদের পরবর্তীতে অতিরিক্ত সুদ দিতে হবে।

57

কিন্তু এরপরই এই নিয়ে মামলা করা হয়। যদি অতিরিক্ত সুদই দিতে হবে, তাহলে এই ছাড়ের অর্থ কী! 

67

এবার তারই শুনানির পর কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হল সুখবর। যাঁরা এই সময় ইএমআই দিতে পারেননি, এবং অতিরিক্ত সুদ দেওয়ার ভয় পেয়েছেন, তাঁদের আর দিতে হবে না এই অতিরিক্ত সুদ। 

77

ফলে বেশ কিছুটা চাপ কমল সাধারণের জন্য। যাঁরা শর্ত জানার পরও বাধ্য হয়েই এই সময় ইএমআই দিতে পারেননি অগাস্ট মাস পর্যন্ত তাঁরা এবার খানিক নিশ্চিন্ত। 

Share this Photo Gallery
click me!

Latest Videos