মাস পড়তেই বড় ধাক্কা, ফের একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম, হেঁশেলে আগুন মধ্যবিত্তের

করোনার মহাসঙ্কটের মধ্যে ফের মাসের শুরুতেই হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। একধাক্কায় দাম বাড়ল রান্নার গ্যাসের। করোনা আবহে অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। এর মধ্যেই ফের ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ল। অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে।
 

Riya Das | Published : Jul 1, 2021 6:48 AM IST

18
মাস পড়তেই বড় ধাক্কা, ফের একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম, হেঁশেলে আগুন মধ্যবিত্তের

ফের মাসের শুরুতেই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। ই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ফের বাড়ল।
 

28

করোনার মহাসঙ্কটের মধ্যে ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। ফের ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ল। 
 

38

অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে।

48

১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম  কলকাতায় বেড়ে দাঁড়িয়েছে ৮৬১ টাকা ।

58

অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা।

68

অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা।

78

চলতি বছরের এপ্রিল মাসে ১০ টাকা দাম কমলেও ফের জুলাই মাসে ২৫ টাকা বাড়ানো হল সিলিন্ডারের দাম। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্তের।

88

করোনা পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক সঙ্কট বেড়ে যাওয়ার ফলেই  জ্বালানি তেল ও রান্নার গ্যাস দাম এত বৃদ্ধি পাচ্ছে। যার ফলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos