BIG ALERT, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে আপনার SBI অ্যাকাউন্ট

Published : Jul 20, 2021, 01:04 PM IST

গ্রাহকদের সুরক্ষার কথা ভেবেই অ্যালার্ট জারি করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে নিন।  সম্প্রতি স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে গ্রাহকদের  জানানো হয়েছে, যত শীঘ্রই সম্ভব প্যান-আধার লিঙ্ক করাতে হবে৷ প্যান-আধারের লিঙ্কিংয়ের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। আগামী এই কয়েকমাসের মধ্যে প্যান-আধার লিঙ্ক না হলে বন্ধ হয়ে যাবে আপনার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট।  

PREV
19
BIG ALERT,  আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে আপনার SBI অ্যাকাউন্ট

 সম্প্রতি স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে গ্রাহকদের  জানানো হয়েছে, যত শীঘ্রই সম্ভব প্যান-আধার লিঙ্ক করাতে হবে৷ 
 

29

প্যান-আধারের লিঙ্কিংয়ের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। আগামী এই কয়েকমাসের মধ্যে প্যান-আধার লিঙ্ক না হলে বন্ধ হয়ে যাবে আপনার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট।

39


স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
 

49

এসবিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্যান-আধার লিঙ্ক সময়মতো না হলে বাতিল হয়ে যাবে আপনার মূল্যবাবপ্যান কার্ড ৷ 

59


এসবিআই-এর নোটিসে বলা হয়েছে, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক৷ সকল গ্রাহকদের জন্য শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর রাখা হয়েছে ৷

69


 চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি না করালে আপনার অ্যাকাউন্ট সাসাপেন্ড করে দেওয়া হবে ৷ এছাড়াও অ্যাকাউন্টে জমা টাকাও ফ্রিজ করে দেওয়া হবে ৷ 
 

79

আপনার অ্যাকাউন্টে থাকা টাকা আপনি প্রয়োজন যেমন তুলতে পারবেন না ৷ তেমনই আবার কোনও সরকারি যোজনার সুবিধা পাবেন না। পাশাপাশি মিলবে না সাবসিডিও ৷

89

২০১৭ সালে  প্রথমবার সরকারের পক্ষ থেকে আধার ও প্যান লিঙ্ক করার ডেডলাইন ঠিক করা হয়েছিল তারপর থেকে একাধিক বার আধার প্যান লিঙ্ক করার ডেডলাইন বাড়ানো হয়েছে ৷ যে কোনও ধরনের আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক ৷

99


আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার দুটি উপায় রয়েছে ৷ প্রথমত এসএমএস এবং দ্বিতীয়ত ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে গিয়ে  সহজেই প্যান ও আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন।

click me!

Recommended Stories