সর্বনাশ, দেশজুড়ে বন্ধ নেটব্যাঙ্কিং পরিষেবা, বড়সড় ভোগান্তি SBI গ্রাহকদের

গোটা বিশ্বে দীর্ঘদিনের লকডাউন চলছে। এই অবস্থায় প্রত্যেকেই এখন গৃহবন্দি। করোনা রুখতে  ফের চালু হয়েছে লকডাউন ।  এহেন পরিস্থিতিতে ঘরের বাইরে বেরোলেই যেন বিপদ। সংক্রমণ নিয়ে সকলেই চিন্তিত। আপনার কি এসবিআই-তে অ্যাকাউন্ট রয়েছে। তাহলেই বিপদ। এই  লকডাউনের মধ্যেই অনলাইন পরিষেবায় বড়সড় ধাক্কা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। যার জেরে ভোগান্তি হয়েছে  কোটি কোটি গ্রাহকদের।

Riya Das | Published : Oct 13, 2020 7:39 AM IST
17
সর্বনাশ, দেশজুড়ে বন্ধ নেটব্যাঙ্কিং পরিষেবা, বড়সড় ভোগান্তি SBI গ্রাহকদের


অনলাইন পরিষেবায় বড় ধাক্কা এসবিআই-এর। হঠাৎই দেশজুড়ে স্তব্ধ স্টেট ব্যাঙ্কের নেটব্যাঙ্কিং পরিষেবা।

27


এসবিআই-এর পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, এটিএম ও পিওএস বাদ দিয়ে অন্যান্য পরিষেবায় সমস্যা হচ্ছে।

37


কোর ব্যাঙ্কিং স্টিটেমেও কিছু প্রযুক্তিগত সমস্যার জেরেই গোটা দেশ ব্যাহত হয়েছে পরিষেবা।

47


সমস্যাটি খুব শীঘ্রই সমাধানের চেষ্টা করছে এসবিআই। ইতিমধ্যেই কোটি কোটি গ্রাহকরা সমস্যায় পড়েছেন।

57


আপনারও কি এসবিআই-তে অ্যাকাউন্ট রয়েছে। তাহলেই কিন্তু বিপদ। ইতিমধ্যেই গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

67


একাধিকবার সংযোগের সমস্যা হচ্ছে এসবিআই-তে। দুপুরের মধ্যেই পরিস্থিতি ঠিক হবে বলে মনে করছেন।

77


তবে এটিএম থেকে টাকা তোলা এবং কার্ডের সাহায্যে লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos