ভবিষ্যতের জন্য ছোট কোন খাতে সঞ্চয় করতে চান, কিন্তু সঞ্চয় করতে গেলেই পড়তে চলেছেন নানান সমস্যা। বর্তমান পরিস্থিতিতে কোথায়ও বিনিয়োগ করাও খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। যেখানেই বিনিয়োগ করবেন সেখানেই কোনও না কোনও সমস্যা। কারণ প্রতিটি ব্যাঙ্কেই সুদের হার অনেকটাই কমে গেছে। আর সুদের হার কমাতেই কোপ পড়েছে মধ্যবিত্তের সঞ্চয়ে। একাধিক ব্যাঙ্কের গ্রাহকেরাই এই সমস্যায় জেরবার। কোথায় সঞ্চয় করলেদ্বিগুন মিলবে সুদের হার, জেনে নিন বিস্তারিত।