শীঘ্রই অচল হচ্ছে পাসবই-চেকবই, এমনকী বদলে যাচ্ছে ৪ ব্যাঙ্কের 'IFSC'কোড, টাকা লেনদেনের আগে সাবধান

১ এপ্রিল পড়তে না পড়তেই একাধিক জিনিসের রদবদল হয়েছে। গত ১ এপ্রিল থেকেই বদলেছে ৪ টি ব্যাঙ্কের IFSC কোড।  তবে শুধু IFSC কোডই নয়, শীঘ্রই অচল হয়ে যাচ্ছে বেশ কিছু  ব্যাঙ্কের পাসবই, চেকবইও অনলাইন লেনদেন এবং টাকা ট্রান্সফারের মতো গুরুত্বপূর্ণ কাজে এই কোড  বিশেষ প্রয়োজন হয়। অনলাইনে টাকা লেনদেন করার আগে জেনে নিন নতুন নিয়ম।

Riya Das | Published : Apr 3, 2021 9:26 AM IST
18
শীঘ্রই অচল হচ্ছে পাসবই-চেকবই, এমনকী বদলে যাচ্ছে ৪ ব্যাঙ্কের 'IFSC'কোড, টাকা লেনদেনের আগে সাবধান

১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে ৪ টি ব্যাঙ্কের IFSC কোড। ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলেই বদল হচ্ছে IFSC কোড।

28


ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংযুক্ত হচ্ছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের সঙ্গে।

38

অন্যদিকে সিন্ডিকেট ব্যাঙ্ক যুক্ত হচ্ছে কানারা ব্যাঙ্কের সঙ্গে। 

48

 অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক যুক্ত হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে।

58

অনলাইন লেনদেন এবং টাকা ট্রান্সফারের মতো গুরুত্বপূর্ণ কাজে এই IFSC কোড  বিশেষ প্রয়োজন হয়। সেই কারণে টাকা লেনদেনের আগে ব্যাঙ্কের গ্রাহকদের আপডেটেড থাকা প্রয়োজন।
 

68

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি রয়েছে এই ব্যাঙ্কে। যদি আপনার ব্যাঙ্কের সঙ্গে অন্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ হয় তাহলেই বদলে যাবে আইএফএসসি কোড। 

78

তবে শুধু IFSC কোডই নয়, শীঘ্রই অচল হয়ে যাচ্ছে বেশ কিছু ব্যাঙ্কের পাসবই, চেকবইও।  তবে আগামী ৩০ জুন পর্যন্ত সচল থাকবে পুরোনো চেকবই। টুইটে এমনটাই জানিয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক।

88

ইতিমধ্যেই গ্রাহকরা যাতে কোনওরকম গুজবে কান না দেন, সেই বিষয়েও সতর্ক করেছে ব্যাঙ্ক অফ বরোদা।  পুরোনো চেকবই, পাসবই বদলে নেওয়ার অনুরোধ করেছে গ্রাহকদের। ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখনই নয় পুরোনো চেকবই, পাসবই আপাতত সচল থাকছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos