ইউক্রেনের সঙ্গে যুদ্ধের (Ukraine Russia Crisis) ফলে, বর্তমানে রাশিয়ার অর্থনীতির টালমাটাল (Russian Economy) অবস্থা চলছে। আমেরিকা ও ইউরোপের দেশগুলি-সহ বহু দেশ মস্কোর সঙ্গে (Moscow) বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করেছে। জারি করেছে বিবিধ আর্থিক নিষেধাজ্ঞা। ২০২১ সালে বিশ্বের ১০টি বৃহৎ অর্থনীতির দেশের তালিকাতেও নেই ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশ। তবে, এই অর্থনীতির দুরবলতা কাটাতে তাদের সহায়ক হতে পারে মজুদ থাকা সোনা। বর্তমানে, সোনার মজুদের দিক থেকে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া এবং তাদের হাতে রয়েছে ২,২৯৮.৫৩ টন সোনা।