বিশ্বের কোন ১০টি দেশে মজুদ রয়েছে সবথেকে বেশি সোনা, কোথায় দাঁড়িয়ে ভারত - জানেন কি

কোনও দেশের সোনার ভান্ডার (Gold Reserves) সেই দেশের অর্থনীতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকী, অর্থনৈতিক সংকটের সময়ও, সেই দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জন্য সোনা বিশেষ সহায়ক হয়ে থাকে। আসলে, যে দেশের যত বেশি সোনা রপ্তানি করার ক্ষমতা আছে, অর্থাৎ, যাদের ভাঁড়ারে যত বেশি সোনা মজুত আছে, সোনার দাম বাড়লে তাদের মুদ্রা শক্তি আপনিই বৃদ্ধি পায়। কারণ, সোনার দাম বাড়লে, একদিকে যেমন বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হতে পারে, আবার বাণিজ্য ঘাটতি থাকলে, তা পূরণও হতে পারে। অন্যদিকে, যে দেশগুলির হাতে সোনা কম রয়েছে, সোনার দাম বাড়লে, তাদের মুদ্রা দুর্বল হবেই। গোল্ডহাবের (Goldhub) করা গবেষণা অনুসারে, আসুন জেনে নেওয়া যাক, সোনার মজুদ থাকার নিরিখে শীর্ষ রয়েছে কোন ১০টি দেশ  (Top 10 countries in terms of gold reserves ) - 
 

Web Desk - ANB | / Updated: Mar 25 2022, 07:15 AM IST
110
বিশ্বের কোন ১০টি দেশে মজুদ রয়েছে সবথেকে বেশি সোনা, কোথায় দাঁড়িয়ে ভারত - জানেন কি

বিশ্বের সবথেকে বড় অর্থনীতির দেশ আমেরিকা। ২০২১ সালের হিসাব অনুযায়ী জিডিপি প্রায় সাড়ে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রেই (United States) সবথেকে বেশি সোনার মজুদ আছে। তালিকায় প্রথম স্থানে থাকা দেশটিতে সোনা রয়েছে ৮,১৩৩.৪৭ টন!
 

210

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি (Germany)। বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির দেশ, জিডিপি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। জার্মানদের হাতে মোট সোনা রয়েছে ৩,৩৫৯.০৯ টন। 

310

২,৪৫১.৮৪ টন সোনার মজুদ নিয়ে, এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি (Italy)। দক্ষিণ ইউরোপের এই দেশ, বিশ্বের সবথেকে বড় অর্থনীতিগুলির তালিকায় রয়েছে ৮ নম্বরে। ২০২১ সালের হিসাব অনুযায়ী, তাদের মোট দেশীয় উৎপাদন ২.০৭ ট্রিলিয়ন মার্কিন ডলার।
 

410

অর্থনীতির দিক থেকে বর্তমানে বিশ্বের ষষ্ঠ বড় দেশ ফ্রান্স (France)। ২০২১ সালের হিসাবে জিডিপি ২.৭৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। তালিকায় চার নম্বরে থাকা ফ্রান্সের হাতে সোনা মজুদ রয়েছে ২,৪৩৬.৩৫ টন। 
 

510

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের (Ukraine Russia Crisis) ফলে, বর্তমানে রাশিয়ার অর্থনীতির টালমাটাল (Russian Economy) অবস্থা চলছে। আমেরিকা ও ইউরোপের দেশগুলি-সহ বহু দেশ মস্কোর সঙ্গে (Moscow) বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করেছে। জারি করেছে বিবিধ আর্থিক নিষেধাজ্ঞা। ২০২১ সালে বিশ্বের ১০টি বৃহৎ অর্থনীতির দেশের তালিকাতেও নেই ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশ। তবে, এই অর্থনীতির দুরবলতা কাটাতে তাদের সহায়ক হতে পারে মজুদ থাকা সোনা। বর্তমানে, সোনার মজুদের দিক থেকে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া এবং তাদের হাতে রয়েছে ২,২৯৮.৫৩ টন সোনা। 
 

610

অর্থনৈতিক দিক থেকে বর্তমানে আমেরিকাকে টক্কর দিতে চাইছে বেজিং (Beijing)। ১৩.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ডিজিপি নিয়ে এখন চিন (China) বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ। তবে, তারা এই প্রতিযোগিতায় শি জিনপিং-এর আরও একটু সুবিধা হতে পারত, যদি হাতে আরেকটু বেশি সোনা থাকত। ১,৯৪৮.৩১ টন সোনার মজুদ নিয়ে চিন রয়েছে এই তালিকায় ষষ্ঠ স্থানে। 
 

710

ছোট্ট পাহাড়ি দেশ সুইজারল্যান্ড (Switzerland)-এর উৎপাদন বেশি না হলেও, সেই তুলনায় ১,০৪০ টন সোনার বিশাল মজুদ রয়েছে এই দেশের হাতে। ব্যাঙ্কের জন্য বিখ্য়াত এই দেশ সোনা মজুতের তালিকায় রয়েছে সাত নম্বরে।
 

810

প্রযুক্তি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্যের জোরে দ্রুত এগোচ্ছে জাপানের (Japan) অর্থনীতি। আইএমএফ-এর (IMF) হিসাব অনুযায়ী বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি এখন জাপান, জিডিপি ৪.৯৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। স্বর্ণ মজুদের ক্ষেত্রে সামুরাইদের দেশ রয়েছে অষ্টম স্থানে। টোকিওর (Tokyo) হাতে সোনা রয়েছে ৮৪৫.৯৭ টন।
 

910

মাত্র কয়েকদিন আগেও, বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ছিল ভারত। আমাদের দেশ এখন বিশ্বের সপ্তম বড় অর্থনীতির দেশ। ২০২১ সালের জিডিপি ছিল ২.৭২ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশাল দেশ হলেও, আমাদের দেশে সোনা মজুত আছে মাত্র ৭৪৩.৮৩ টন। সোনার মজুদের সেরা ১০ দেশের তালিকায়  ভারত রয়েছে নবম স্থানে। 
 

1010

সোনা মজুতের নিরিখে সেরা দশ দেশের তালিকার শেষ দেশটি হল আরও একটি ইউরোপীয় দেশ, নেদারল্যান্ডস (Netherlands)। বিশ্বের সেরা ১০ অর্থনীতির একটি না হতে পারলেও, ডাচদের হাতে সোনা মজুদ আছে  ৬১২.৪৫ টন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos