বিশ্বকর্মা পুজোয় দারুণ সুখবর, ৫ মাসে সবথেকে সস্তা হল সোনা, এখনই কেনার সুর্বণ সুযোগ

বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। বিশ্বকর্মা পুজোর দিন ফের কমল সোনার দাম। গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নামল সোনা।  শুক্রবাক ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম একধাক্কায় কমেছে সোনার দাম। পুজোর মরশুমে সোনার দাম কমায়  দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।
 

Riya Das | Published : Sep 17, 2021 9:25 AM IST / Updated: Sep 17 2021, 02:57 PM IST
19
বিশ্বকর্মা পুজোয় দারুণ সুখবর, ৫ মাসে সবথেকে সস্তা হল সোনা, এখনই কেনার সুর্বণ সুযোগ

 বিশ্বকর্মা পুজোর দিন ফের কমল সোনার দাম। গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নামল সোনা।  শুক্রবাক ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম একধাক্কায় কমেছে সোনার দাম। 

29


বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে।  গত কয়েকদিন ধরেই দাম কমেছে সোনার । তবে বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। 

39

সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল।  গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নামল সোনা।  

49

আপাতত ১০ গ্রাম সোনার দাম রেকর্ড দরের চেয়ে ১০ হাজার টাকার মতো কম আছে। সোনার দাম একধাক্কায় এতটা কমায় সোনা কেনারও চাহিদা  অনেকটাই বেড়েছে।
 

59


দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা হয়েছিল মধ্যবিত্তের।
 

69


বিশেষজ্ঞরা বলছেন, এটা সোনা কেনার আসল সময়। এবং  দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে বেশ খানিকটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

79

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৪৫, ৯০০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৬০০ টাকা।
 

89


 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও। ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর।

99


সোনার থেকেও  অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৬১,২০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos