বদলাতে চলেছে এটিএম-এর নিয়ম, সমস্যায় পড়বে কোটি কোটি মানুষ

লকডাউনের জেরে সকলেই ঘরবন্দি। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে গেছে  পঞ্চম দফার  লকডাউন। এহেন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নেওয়া হয়েছে নয়া পদক্ষেপ ।  ৫০০০ টাকার বেশি টাকা এটিএম থেকে তুললেই দিতে হবে অতিরিক্ত চার্জ।যার ফলে সমস্যায় পড়তে পারেন কোটি কোটি মানুষ। 

Riya Das | Published : Jun 23, 2020 8:16 AM IST / Updated: Jun 23 2020, 01:54 PM IST

110
বদলাতে চলেছে এটিএম-এর নিয়ম, সমস্যায় পড়বে কোটি কোটি মানুষ


লকডাউনের মধ্যেই  এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নয়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক।

210

 রিজার্ভ ব্যাঙ্কের কমিটি রিপোর্টে টাকা তোলার ক্ষেত্রে নয়া নিয়ম জারি করা হয়েছে।
310


রিপোর্টে বলা হয়ছে,টাকা তোলার ক্ষেত্রে  ৫০০০ টাকা লিমিট করে দেওয়া হোক। যদি কেউ বেশি টাকা তুলতে চায় তাহলে চার্জের প্রস্তাব দিয়েছে কমিটি।

410


মানিলাইফের খবর থেকে জানা গেছে, এই কমিটির প্রস্তাবের রিপোর্টে জনগণের জন্য খুলে দেওয়া হয়নি।

510

গতবছরই এটিএম থেকে ইন্টার চেঞ্জ ফি  পরিকাঠামো নিয়ে  খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল। তারা নিজেদের প্রস্তাবও ইতিমধ্যেই জমা দিয়েছে।

610

 কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ১৭ টাকা এবং নন-ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ৭ টাকা চার্জ  করা হবে। 

710

সেন্ট্রাল ব্যাঙ্কও জমা দিয়েছ। তবে জানা যানি আরবিআই এই প্রস্তাবে স্বীকৃতি দিয়েছে কিনা।

810


মানিলাইফের রিপোর্ট অনুযায়ী  কমিটি প্রস্তাব দিয়েছে ১৬ শতাংশ বৃদ্ধির।  সারা দেশে ১০ লক্ষেরও বেশি মানুষ এটিএম-এর এই চার্জের আওতায় আসবেন।

910

যেখানে ১০ লক্ষের কম মানুষ বাস করে সেখান কমিটির প্রস্তাব ২৪ শতাংশ বৃদ্ধির।

1010


রিপোর্টে আরও বলা হয়েছে ব্যাঙ্কের থেকে  এটিএম-এ ট্রানজাকশন করা অনেক বেশি সুবিধাজনক। তাই ব্যাঙ্কের সঙ্গে এটিএম-এ ট্রানজাকশন -এর তুলনা করা কখনওই উচিত নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos