সোনার পাশাপাশি ছক্কা হাঁকাচ্ছে রূপোর দামও, জেনে নিন কলকাতায় কত

লকডাউনের মধ্যে সোনার বাজারে ফের চমক। অগ্নিমূল্য  বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে।  কয়েকদিন  আগেই একটানা  চারদিন ধরে সোনার দামের কোন হেরফের হয়নি। এই প্রথম টানা চারদিন অপরিবর্তিত ছিল সোনার দাম। ফের অনেকটাই দাম বেড়েছে সোনার। অগ্নিমূল্য বাজারে বিয়ের মরশুমে  সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে, এর পাশাপাশি পাল্লা দিয়ে ওঠানামা হচ্ছে রূপোর দামেও। জেনে নিন আজকের দর।

Riya Das | Published : Jun 18, 2020 12:10 PM IST
19
সোনার পাশাপাশি ছক্কা হাঁকাচ্ছে রূপোর দামও, জেনে নিন কলকাতায় কত

ভারত ও চিনের সংঘর্ষ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।

29

সামনেই বিয়ের মরশুম। বেশ কয়েকদিন আগেই বেশ সস্তা হয়েছিল  সোনার দাম। একটানা তিন দিন ধরে ভারতের বাজারে একই ছিল সোনার দাম।  দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছিল সোনা। 

39


ফের দাম বেড়েছে সোনার। বিশেষজ্ঞদের মতে, ভারত ও চিনের রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে এই সোনার দামে।

49

তবে গতকালের তুলনায়  খানিকটা দাম কমেছে সোনার। জুন মাসের শুরুতেই একধাক্কায় কমেছিল সোনার দাম। আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে এই সোনার দাম।

59


 ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৮৫০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,১৪০ টাকা।

69

গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৬,৯১০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,২০০ টাকা।

79


 সোনার পাশাপাশি রূপোর দামেই অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ ৫০ টাকা দাম কমেছে রূপোর দাম।

89

কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৪৭, ৫৫০ টাকা। যা গতকাল ছিল ৪৭,৬০০ টাকা।

99

আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম ওঠা নামা হয়েই চলেছে। বিয়ের মরশুমে যদি সোনার দাম কমে এতে আখেরে অনেকটাই লাভ হবে মধ্যবিওদের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos