'LIC'-র এই পলিসিতেই মিলতে পারে ১ কোটি টাকার লাভ, কীভাবে ইনভেস্ট করবেন এই স্কিমে

বেশিদিনের ইনভেস্টের জন্য এলআইসি সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম।  লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য সবসময়েই একাধিক পলিসি লঞ্চ করতে থাকে ৷ গ্রাহকরা তাদের  নিজেদের সুবিধা মতো যে কোনও একটি পলিসিতে ইনভেস্ট করতে পারেন ৷ সেরকম একটি পলিসি রয়েছে যেখানে ১ কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারবেন গ্রাহকরা ৷  কিন্তু কীভাবে, জেনে নিন বিস্তারিত।

Riya Das | Published : Aug 5, 2021 12:26 PM
19
'LIC'-র এই পলিসিতেই মিলতে পারে ১ কোটি টাকার লাভ, কীভাবে ইনভেস্ট করবেন এই স্কিমে
এলআইসি-র একগুচ্ছ প্ল্যান রয়েছে। যেখানে ভবিষ্যতের জন্য টাকা ইনভেস্ট করলে দ্বিগুণেরও বেশি টাকা পেতে পারেন গ্রাহকেরা। সেরকম একটি পলিসি রয়েছে যেখানে ১ কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারবেন গ্রাহকরা ৷
29
গ্রাহকদের কথা ভেবেই এমন আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি। সকল গ্রাহকদের কথা ভেবেই এই পলিসি তৈরি করেছে এলআইসি। এই পলিসির নাম জীবন শিরোমণি।
39
এলআইসি-র এই স্কিমটি একটি নন লিঙ্কড প্ল্যান ৷ এই প্ল্যানে নূন্যতম ১ কোটি টাকা অ্যাসিউর্ড সামের গ্যারান্টি পাওয়া যাবে ৷ সাম অ্যাসিউর্ড সেই টাকাটা যেটা বিমা সংস্থার তরফে গ্রাহকদের নিশ্চিত দেওয়া হবে ৷
49
এলআইসি-র জীবন শিরোমণি প্ল্যানটি ২০১৭ সাল ১৯ ডিসেম্বর থেকে শুরু করা হয়েছে। এটি একটি মানি ব্যাক পলিসি। এই পলিসির সঙ্গে মার্কেটের লাভ যুক্ত রয়েছে ৷ এই পলিসিটি বিশেষত এইচএনআই ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে ৷
59
এই পলিসি কঠিন অসুখের ক্ষেত্রে কভার প্রদান করে থাকে ৷ এখানে ৩ টি বিকল্প রাইডার্স উপলব্ধ রয়েছে ৷ যেমন পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য প্রদান করা হবে ৷ এছাড়াও পলিসি হোল্ডার জীবিত থাকলে ম্যাচিউরিটির সময় পর্যন্ত পেমেন্টের সুবিধা মিলবে ৷ এর পাশাপাশি ম্যাচিউরিটিতে এককালীন টাকা দেওয়া হবে ৷
69
পলিসি হোল্ডার জীবিত থাকলে অনেক সুবিধা পাওয়া যাবে। যেমন যদি ১৪ বছরের জন্য পলিসিত করেন তাহলে ১০ এবং ১৩ বছরে সাম অ্যাসিউর্ডের ৩০-৩০ শতাংশ এবং ১৬ বছরের পলিসিতে ১২ এবং ১৪ বছরে সাম অ্যাসিউর্ডের ৩৫-৩৫ শতাংশ।
79
শতাংশ। ১৮ বছরের পলিসিতে ১৪ এবং ১৬ বছরের সাম অ্যাসিউর্ডে ৪০-৪০ শতাংশ। এবং ২০ বছরের পলিসিতে ১৬ এবং ১৮ বছরের সাম অ্যাসিউর্ডে ৪৫-৪৫ শতাংশ।
89
এছাড়াও এলআইসি-র এই পলিসি চলাকালীন গ্রাহকরা পলিসির সারেন্ডার ভ্যালুর উপর নির্ভর করে লোন নিতে পারবেন ৷ অবশ্যই তা এলআইসি-র নিয়ম ও শর্তের উপর নির্ভর করবে ৷
99
এলআইসি-র জীবন শিরোমণি পলিসিতে ন্যূনতম সাম অ্যাসিউর্ড- ১ কোটি টাকা এবং অধিকতম সাম অ্যাসিউর্ডেরকোনও সীমা নেই । এই পলিসির নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং ১৪ বছরের পলিসির জন্য ৫৫ বছর, ১৬ বছরের পলিসির জন্য ৫১ বছর, ১৮ বছরের পলিসির জন্য ৪৮ বছর, ২০ বছরের পলিসির জন্য ৪৫ বছর হতে হবে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos