পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। বিশেষ করে করোনা পরিস্থিতিতে মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে, মাসিক বেতনে কাঁচি চলেছে তখন অনেকেই সঞ্চয়ের মাহাত্ম্যের বিষয়টি টের পেয়েছেন। আসলে অনেকেই মনে করেন, আগে বর্তমান পরিস্থিতিটা ভালো করে কাটিয়ে নিই, তারপর না হয় ভবিষ্যতের কথা ভাবা যাবে। কিন্তু বলা বাহুল্য, এটা একদমই ভুল ধারনা। মানুষের জীবনে সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম।