শুধু উদ্বোধন নয়, দিনভর টিকাকরণ প্রক্রিয়া মনিটর করলেন 'চৌকিদার'

অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে শুরু হল করোনা ভ্যাকসিনের টিকাকরণ। শনিবার সকালে যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  শুধু উদ্বোধন নয় দিনভর দেশ জুড়ে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া মনিটরও করলেন প্রধানমন্ত্রী।
 

Sudip Paul | Published : Jan 16, 2021 4:30 PM IST / Updated: Jan 17 2021, 09:11 AM IST
110
শুধু উদ্বোধন নয়, দিনভর টিকাকরণ প্রক্রিয়া মনিটর করলেন 'চৌকিদার'

দীর্ঘ একবছরের বেশি সময় ধরে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করেছে গোটা দেশে। 
 

210

মাস্ক, স্যানিটাইজার, আবদ্ধ কঠোর নিয়মের জীবন, এই সবকিছুতে অতিষ্ঠ হয়ে উঠেছিল ১৩০কোটির দেশ।

310

তারউপর লকডাউন, আর্থিক মন্দা, রোজগার হারানো একাধিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল দেশবাসী।
 

410

ভ্যাকসিন তৈরির খবরের পর থেকেই আশায় বুক বেধেছিল সকলে। ট্রায়াল পর্বের পর কবে শুরু হবে টিকাকরণের প্রক্রিয়া প্রহর গুনছিল দেশবাসী।
 

510

অবশেষে শনিবার সব প্রতিক্ষার ইবসান ঘটিয়ে দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
 

610

শবিবার দেশের ৩ হাজারের বেশি কেন্দ্রে টিকাকরণ হয়। প্রথম পর্বে শুধু দেশের প্রথম সারির করোনা যোদ্ধা অর্থাৎ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ভ্যাকসিন দেওয়া হবে ।
 

710

শুধু উদ্বোধন করাই নয়,ইতিহাসের সর্ববৃহৎ টিকাকরণের প্রক্রিয়ার মনিটরও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

810

করোনা টিকার মনিটর করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। সেখানে বসেই যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন 'নমো'।

910
প্রযুক্তির মাধ্যমে রিয়েল টাইমে দেশের কোন প্রান্তে কীভাবে চলছে টিকাকরণ তা দেখার পাশাপাশি তা নোটডাউন করেন প্রধানমন্ত্রী।
1010
টিক নেওয়ার পর কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা তা এক অভিভাবকের মতই নজরে রাখেন প্রধানমন্ত্রী। মোদীর ভূমিকায় খুশি সকলেই।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos