দেশ জুড়ে শুরু হল প্রথম করোনা টিকাকরণ, লাইভে প্রধানমন্ত্রী কোন কোন বিষয় নজর দিলেন

Published : Jan 16, 2021, 11:38 AM IST

১৬ জানুয়ারি ২০২১, দেশ জুড়ে শুরু হল প্রথম করোনা টিকাকরণ। বিশ্বের সব থেকে বড় টিকাকরণ শুরু করল ভারত। এদিন সকাল সাড়ে দশটায় লাইভে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী উদ্বেধন করেন করোনা টিকার। গোটা দেশকে শুভেচ্ছা জানিয়ে এদিন নিজের বক্তব্য রাখতে শুরু করেন নরেন্দ্র মোদী। প্রথম লটেই দেওয়া হবে ৩ কোটি মানুষকে করোনা টিকা। পড়ের লটে পাবেন ৩০ কোটি মানুষ। এত কম সময়ের মধ্যে দেশ দু-দুটি করোনা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। ফলে আজ গর্বের দিন। এদিন লাইভে যে যে বিষয় আলোকপাত করলেন প্রধানমন্ত্রী একবার দেখে নেওয়া যাক- 

PREV
111
দেশ জুড়ে শুরু হল প্রথম করোনা টিকাকরণ, লাইভে প্রধানমন্ত্রী কোন কোন বিষয় নজর দিলেন

গোটা দেশ জুড়ে সকলে এই দিনের অপেক্ষায় ছিলেন, রাত দিন উপেক্ষা করে ভ্যাকসিন বানানো হয়েছে। 

211

যাঁদের করোনা সংক্রমণের সম্ভাবনা সব থেকে বেশি, তাঁরা আগে পাবেন ভ্যাকসিন, যাঁরা প্রতিটা মুহূর্তে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন। 

311

রাজ্য সরকারের সহযোগিতায় দেশের কোনায় কোনায় এগুলোকে টেস্ট করানো হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

411

দুটি ডোজ নেওয়া প্রয়োজন, এটা মনে মনে রাখতে হবে, একটা নিয়ে ভুলে গেলে চলবে না

511

দুটি টিকা না নিলে কোনও ক্ষমতা তৈরি হবে না করোনা প্রতিরোধের। তাই দুটি টিকা নেওয়া জরুরী। 

611

বিদেশে এক একটি ভ্যাকসিনের ডোজের দাম হয় ৫০০০ টাকার কাছাকাছি, রাখতে হয় মাইনাস টেম্পারেচরে, কিন্তু ভারতে তা অনেক সস্তায় ও আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়

711

করোনা কালের ভয়াবহ সময়ের কথা ভাবলে মন কেঁপে ওঠে, মন ভেঙে যায়, সেই সময় কেউ ছিল যাঁরা আশা দেখিয়েছিলেন, আমাদের জন্য প্রাণের ঝুঁকি নিয়েছিলেন। তাঁরা হলেন স্বাস্থ্য কর্মী।
 

811


আজ প্রথম টিকা স্বাস্থ্য কর্মীদের দিয়ে দেশ নিজেদের ঋণ চোকাচ্ছে। এঁদের বিনামূল্যেই দেওয়া হচ্ছে টিকা। 

911

করোনা আমাদের অনেক কিছু শিক্ষিয়েছে, দেখিয়েছে। করোনার সেই ভয়াবহ দিন ভোলার নয়। এই রোগ রোগীকেই একা করে দিয়েছে।

1011

কেন্দ্র-রাজ্য সরকার, সামাজিক সংস্থা কীভাবে একযোগে কাজ করে সাফল্য আনতে পারে তার উদাহরণ আজ ভারত। 

1111

আপনি ও আপনার পরিবার ভালো থাকুন, সকলে সুস্থ হয়ে উঠুন, সাবধানে থাকুন বলে বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী ।

click me!

Recommended Stories