হটস্পটে থাকা মানেই করোনায় আক্রান্ত তেমনটা নয়, নিজের সুরক্ষায় যা করবেন

সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। সারা দেশে একটানা ২১ দিনের লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। প্রত্যেকেই কোভিড-১৯-এর জেরে গৃহবন্দি। করোনা রুখতে একমাত্র দাওয়াই লকডাউন। করোনা ভাইরাস রুখতেই  এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ ২১ দিনের এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। এহেন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সবচাইতে জরুরি। এই মুহূর্তে রাজ্যের বেশ কয়েকটি স্থানকে হটস্পট চিহ্নিত করেছে প্রশাসন। আপনার বাড়ির এলাকা কি ওই হটস্পটের মধ্যেই রয়েছে। যদি থেকে থাকে  তাহলে অযথা এটা নিয়ে ভয় পাবেন না। হটস্পটে থাকা মানেই আপনি করোনায় আক্রান্ত তেমনটা কিন্তু মোটেই নয়। বরং হটস্পটে থাকলে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন জেনে নিন।
 

Riya Das | Published : Apr 9, 2020 7:09 AM IST

111
হটস্পটে থাকা মানেই করোনায় আক্রান্ত তেমনটা নয়, নিজের সুরক্ষায় যা করবেন
করোনার থাবা গ্রাস করেছে গোটা বিশ্বকে। এই মহামারি থেকে বাঁচতে প্রশাসন নানা রকম কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
211
বুধবার মধ্যরাত থেকেই কয়েকটি স্থানকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর তার মধ্যে রয়েছে কলকাতাও।
311
কিন্তু হটস্পট চিহ্নিত করার পর থেকেই বহু মানুষের মধ্যে এই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।
411
অনেকেই ভেবে নিচ্ছেন হটস্পটে বাস করছেন বলেই আপনি করোনায় আক্রান্ত হবেন। কিন্তু আদতে বিষয়টা তেমন নয়।
511
সরকারি ভাবে জানানো হয়েছে, যে সমস্ত এলাকায় ছয় বার বা তার অধিক বেশি মানুষ আক্রান্ত হয়েছে সেই সমস্ত জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
611
এই সমস্ত এলাকার মানুষেরা লকডাউনকে কতটা গুরুত্ব দিচ্ছে তা খতিয়ে দেখবে প্রশাসন।
711
যে সমস্ত এলাকাকে হটস্পট চিহ্নিত করা হয়েছে সেই এলাকার মানুষজন এলাকা ছেড়ে কোনও প্রয়োজনেই অন্যত্র যেতে পারবে না।
811
অন্য কোনও এলাকার লোকজনও হটস্পট চিহ্নিত এলাকায় প্রবেশ করতে পারবে না।
911
এমনকী এই এলাকায় মানুষজন খুব সাবধানতার সঙ্গে সতকর্তা অবলম্বন করে চলবেন।
1011
কোনও গেদারিং, একসঙ্গে বেশি মানুষের জমায়েত সমস্ত দিকেই খতিয়ে দেখা হবে হটস্পট চিহ্নিত এলাকাগুলিতে।
1111
সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে এই করোনা ভাইরাস। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ভারতেও হানা দিয়েছে এই মারণ ভাইরাস। আক্রান্তের সংখ্যা রাতারাতি যেন বেড়েই চলেছে। ইতিমধ্যেই সেই সংখ্যাটা প্রায় ৬০০০ ছুঁতে চলেছে।
Share this Photo Gallery
click me!
Recommended Photos