সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। সারা দেশে একটানা ২১ দিনের লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। প্রত্যেকেই কোভিড-১৯-এর জেরে গৃহবন্দি। করোনা রুখতে একমাত্র দাওয়াই লকডাউন। করোনা ভাইরাস রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ ২১ দিনের এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। এহেন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সবচাইতে জরুরি। এই মুহূর্তে রাজ্যের বেশ কয়েকটি স্থানকে হটস্পট চিহ্নিত করেছে প্রশাসন। আপনার বাড়ির এলাকা কি ওই হটস্পটের মধ্যেই রয়েছে। যদি থেকে থাকে তাহলে অযথা এটা নিয়ে ভয় পাবেন না। হটস্পটে থাকা মানেই আপনি করোনায় আক্রান্ত তেমনটা কিন্তু মোটেই নয়। বরং হটস্পটে থাকলে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন জেনে নিন।