শনিবার, ভারতে পঞ্চম করোনা ভ্যাকসিন হিসাবে জরুরি ব্যবহারের অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসন সংস্থার তৈরি এক ডোজের করোনা ভ্য়াকসিন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করেন খবরটি জানান। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (Us CDC)-র অনুমোদিত েকাবের প্রথম দিকের ভ্যাকসিনগুলির অন্যতম। ই টিকার উচ্চ কার্যকারিতার জন্য, কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার এবং মৃত্যুর সম্ভাবনা কম হয় বলে দাবি করেছে সংস্থা। তবে, ট্রাল পর্বের প্রতিশ্রুতি ধরে রাখতে পারেনি ভ্যাকসিনটি। একের পর এক বিতর্ক তৈরি হয়েছে েকে ঘিরে। জেনে নেওয়া যাক, ভারতের সাম্প্রতিকতম করোনা ভ্যাকসিনটি সম্পর্কে -