Coronavirus: ফের দৈনিক সংক্রমণ বৃদ্ধি, আশঙ্কা বাড়াচ্ছে কলকাতা সহ দুই ২৪ পরগণা

Published : Aug 21, 2021, 08:25 AM ISTUpdated : Aug 21, 2021, 08:26 AM IST

রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ ফের উর্ধ্বমুখী। ৩৬ ঘন্টায় বাড়ল ২০০ এরও বেশি দৈনিক আক্রান্তের সংখ্য়া। ফের সংক্রমণ  বাড়ল  কলকাতা-উত্তর ২৪ পরগণায় এবং মৃত্যু ৬ জেলায়। শুক্রবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে  বেড়ে ৭৫৮ জন আক্রান্ত হয়েছেন। এবং মৃত্যু  হয়েছে ৯ জনের।  চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড চিত্র।  

PREV
111
Coronavirus: ফের দৈনিক সংক্রমণ বৃদ্ধি, আশঙ্কা বাড়াচ্ছে কলকাতা সহ দুই ২৪ পরগণা


 কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমেছে রাজ্যে।  মৃত্যুর সংখ্যাও আগের থেকে কমলেও গত ২৪ ঘন্টায় ফের বেড়েছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৬ জেলায়। 
 

211

মৃত্যুর লিস্টে সেই ৬ জেলার লিস্টে শীর্ষে রয়েছে নদিয়া। যদিও মৃত্য়ুর অভিশাপ মুক্ত এখনও হতে পারেনি  জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর,পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, কলকাতা। 

311


তবে এদিন দার্জিলিং, কালিংপং,মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি মৃত্যু শূণ্য হয়েছে। শহরে ভ্য়াকসিনের সংখ্য়া যত বাড়বে, ততোই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
 

411

 
শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৯ জন। তবে এবার ফের কলকাতায় কোভিডে মৃত্যু হয়েছে। 

511

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, নদিয়ায় ৪ জনের মৃত্য়ু হয়েছে। এবং  কলকাতা , জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর,পশ্চিম মেদিনীপুর,  উত্তর ২৪ পরগণা জেলায়  ১ প্রাণ হারিয়েছেন। 

611


শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা  এক লাফে ৩২ থেকে বেড়ে ৮৮ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১১,৮৬৪ জন এবং  মোট মৃতের সংখ্যা ৪৯৯১ জন। 
 
 

711

 এবারও  রাজ্যের সব জেলার থেকে এবারেও সংক্রমণ নিয়ে শীর্ষে উত্তর ২৪ পরগণা। দ্বিতীয় কলকাতা। তৃতীয় দক্ষিণ ২৪ পরগণা। তবে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা ১০০ এর নীচে নেমেছে। 

811


শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ৮৯ জন। দক্ষিণ ২৪ পরগণায়  একদিনে আক্রান্তের সংখ্যা ৮৬ জন।  দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৪৯ জন। 

911


শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৭৫৮ জন । যা আগের থেকে অনেকটাই বড়েছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ৯,৬৩৫  জন।
 

1011

তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি।  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৭ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ১৩,৭৬৬ জন। 

1111

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর  দ্বিতীয় তরঙ্গে  ফের পতন হয়। মার্চের পর থেকে। তবে এরপর অভিশপ্ত প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার একদিনে এখনও ৯৮.১৯ শতাংশ। 


 

click me!

Recommended Stories