Published : Apr 21, 2021, 10:12 AM ISTUpdated : Apr 21, 2021, 10:15 AM IST
করোনায় এবার ভয়াবহ আকার নিল রেলের রান্নাঘরে। বেস কিচেনের একাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আইআরসিটিসি সূত্রে খবর, হাওড়া, শিয়ালদহ, মালদহ, নিউ জলপাইগুড়ি স্টেশনের বেস কিচেনের একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন। যার জেরে পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। এদিকে রেলের রান্নাঘরেও করোনা সংক্রমণ শুরু হওয়ায় রেলে এখন দেওয়া হচ্ছে রেডি টু মিল।