কোভিডে মৃত্যু মিছিল বেড়েই চলেছে রাজ্যে। মানসিক অবসাদে আত্মহত্যাও করছেন অনেকে। স্বজন হারিয়ে হাহাকার রাজ্যবাসীর। যদিও আশা করা হচ্ছে রাজ্য জুড়ে কার্যত লকডাউনে সংক্রমণের সংখ্যা অনেকটাই কমবে। তবে আচমকা রাজ্য়ে নারদকাণ্ডে ৪ হেভিওয়েটের গ্রেফতারি পর রাজ্যের একাধিক জায়গায় কার্যত লকডাউন বিধি ভেঙে বিক্ষোভের জেরে সংক্রমণের আশঙ্কা উসকে গিয়েছে। এদিকে করোনায় আক্রান্ত সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে কলকাতা তথা রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে যাবতীয় পরিস্থিতি সহ বুলেটিনের আবডেট থাকল, দেখুন ছবিতে-ছবিতে।