কোভিডে কলকাতায় একদিনে মৃত্যু কমে ৯, সুস্থতার হার বাড়ল কি


কোভিডে সংক্রমণ এবং মৃত্যু আরও কমল রাজ্যে। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত্যু ৫৫ জন এবং সংক্রমণ ২ হাজার ৪৮৬ জন। দেখুন এই মুহূতে সারা বাংলার কোভিড পরিস্থিতি, ছবিতে-ছবিতে।

 

Asianet News Bangla | Published : Jun 20, 2021 8:15 AM / Updated: Jun 20 2021, 08:23 AM IST
17
কোভিডে কলকাতায় একদিনে মৃত্যু কমে ৯, সুস্থতার হার বাড়ল কি

 
শনিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৫৫ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ৯ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা  ৪,৮৩২ ।  উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১০ জনের।

 

27

শনিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ২১৭ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ৩০৬,২৪৩ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৪,৭৯,৫২৩ জন।  

37


করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৩৬৪ জন। সংক্রমণ আগের থেকে কমলেও  সব জেলা সহ কলকাতাকেও এখনও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে ফের উত্তর ২৪ পরগণা । একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ২ হাজার ৪৮৬ জন।
 

47


 
শনিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া কমে ২৩, ০১৩ জন।  
 

57

 
শনিবারের   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,১০৯ জন।  
 

67

বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৩৯, ২১৫ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। 

77

 তবে এই মুহূর্তে একদিনে আবার বেড়ে ৯৭.২৮ শতাংশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos