কোভিডে ফের মৃত্যু বাড়ল কলকাতায়, আজ তৃতীয় তরঙ্গের মোকাবিলায় বিশেষ বৈঠক স্বাস্থ্যভবনে

 

কোভিড সংক্রমণ এবং মৃত্যু রাজ্যে কমলেও ফের মৃত্যু বাড়ল কলকাতায় । পাশাপাশি তেমনভাবে বাড়ছে না সুস্থতার হার। এহেন পরিস্থিতিতেই কলকাতায় শুরু হয়েছে অ্য়ান্টিবডি ককটেল থেরাপি।  এদিকে কোভিডের দ্বিতীয় তরঙ্গের মাঝে এবার তৃতীয় তরঙ্গ আসার আগে বুধবার ১০ সদস্যের বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন, ১ হাজার ৮৫২ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের। চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড পরিস্থিতি ছবিতে-ছবিতে।
 

Asianet News Bangla | Published : Jun 23, 2021 2:48 AM IST
19
কোভিডে ফের মৃত্যু বাড়ল কলকাতায়, আজ তৃতীয় তরঙ্গের মোকাবিলায় বিশেষ বৈঠক স্বাস্থ্যভবনে


এবার তৃতীয় তরঙ্গ আসার আগে বুধবার ১০ সদস্যের বৈঠক ডাকা হয়েছে। বুধবার বিকেল ৩ টা নাগাদ স্বাস্থ্যভবনে বৈঠক ডাকা হয়েছে। 

29

 

 

 

এই ১০ সদস্যের বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম। তৃতীয় তরঙ্গ আসার আগেই কীভাবে তার মোকাবিলা করা যাবে , সেবিষয়ে আজ বিস্তারিত আলোচনা হবে।
 

39

 
 মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৭  জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ফের বেড়ে ১১ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা  ৪,৮৫৯ ।  উত্তর ২৪ পরগণায় মৃত্যু বেড়ে হয়েছে ১৫ জনের।
 

49

 
 মঙ্গলবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ১৭২ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ৩০৬,৭৭১ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৪,৮৫,৪৩৮ জন।  

59

করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ২০৭ জন। সংক্রমণ আগের থেকে কমলেও  সব জেলা সহ কলকাতাকেও এখনও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে ফের উত্তর ২৪ পরগণা । একদিনে বাংলায় করোনা আক্রান্ত   ১ হাজার ৮৫২ জন।
 

69

 
 মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া কমে ২২, ৫০৮ জন।  

 

79


বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৪৫,৪৯৩ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। তবে এই মুহূর্তে একদিনে  ৯৭.৩১ শতাংশ।


 

89


কলকাতাতেও শুরু এবার অ্য়ান্টিবডি ককটেল থেরাপি। যদিও দেশে কোভিড মোকাবিলায় অনেক আগেই শুরু হয়েছিল এই থেরাপি। 

99

ইতিমধ্যেই রাজ্যের এক হাসপাতালে দুই কোভিড আক্রান্তের শরীরে অ্য়ান্টিবডি ককটেল থেরাপি প্রয়োগ করা হয়েছে। তাঁরা এই মুহূর্তে সুস্থ এবং দ্রুত আরোগ্য লাভের পথে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos